Pages

Monday 26 December 2016

Candlestick

ক্যান্ডেলস্টিক
Japanese Candlestick
১৮০০ শতকে Munihisa Homa নামে একজন জাপানি চাউলের ব্যবসায়ি প্রথম ক্যান্ডেলস্টিক ব্যবহার করেন। Steve Nison তার বই 'Japanese Candlestick Techniques' এ উল্লেখ করে পশ্চিমা দুনিয়ার সংগে ক্যান্ডেলস্টিকের পরিচয় করিয়ে দেন। আমরা এখন যেমন এনালাইসিসের জন্য চার্ট ব্যবহার করি Munihisa Homa সেটা করতেন না। তিনি আগামি দিনের চাউলের বাজার কেমন যাবে সেটাই জানার চেষ্টা করতেন।

ক্যান্ডেলস্টিক সাদা বা কাল (চিত্রে সবুজ বা লাল) হয়ে থাকে। লাল বা সবুজ তার দেহ। উভয় পাশে ফিতা বা সলিতা (Wick) থাকে। সবুজ বা সাদার অর্থ মূল্য উর্ধ্বমুখী বা বুলিস, আর লাল বা কালোর অর্থ মূল্য নিম্নমুখী বা বিয়ারিস।

একক ক্যান্ডেলস্টিক থেকে যেমন বাজার নিম্ন বা উর্দ্ধমুখী জানা যায় তেমনি এক বা একাধিক ক্যান্ডেলস্টিক থেকে শক্তিশালি প্যাটার্ন তৈরি করে যা আগামি দিনগুলির আগাম আভাস দেয়। ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আমরা স্টক, বৈদেশিক মুদ্রা ইত্যাদি ব্যবসায়ে সিদ্ধান্ত নিতে পারি।

নিচের ভিডিওতে বুলিস ও বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেট আপ একত্রে।






চার ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাওয়া যায়।
১। বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bullish Candlestick patterns)
২। বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bearish Candlestick patterns)
৩। রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Reversal Candlestick patterns)
৪। নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Neutral Candlestick patterns)


বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bullish Candlestick patterns


বুলিস ক্যান্ডেল
Long white green line
LONG WHITE GREEN LINE
দিনের হাই ও লো এর মাঝে সাদা বা সবুজ লম্বা বডি। ওপেন লো এর কাছাকাছি ও ক্লোজ হাই এর কাছাকাছি। বুলিস হিসাবে গণ্য করা হয়।




হ্যামার
Hammer
 HAMMER


সাদা (গ্রীন) বা কাল ক্যান্ডেল, উপরে ছোট বডি, সামান্য সলিতা থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু লেজটা খুবই লম্বা। ডাউন ট্রেন্ডের শেষে একটা বুলিস প্যাটার্ন হিসাবে গণ্য করা হয়।



মর্নিং স্টার
Morning Star 

 MORNING STAR
তিনটা ক্যান্ডেল সম্বলিত বুলিশ প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটা লাল বড় ও সুনির্দিষ্ট ডাউনট্রেন্ডের অংশ, দ্বিতীয়টা প্রথম রেড ক্যান্ডেলের নিচে গ্রীন বা রেড, ছোট অবয়ব, শেষ ক্যান্ডেলটা দীর্ঘায়িত, গ্রীন, ছোট ক্যান্ডেলটার উপর থেকে শুরু হয়ে প্রথম ক্যান্ডেলের অর্ধাংশ বা তার উপরে শেষ হয়েছে।



পায়ারসিং লাইন
Piercing Line

 PIERCING LINE

পূর্বের দিনের ক্যান্ডেল কাল বা বিয়ারিস। আজকের ক্যান্ডেল সাদা বা গ্রীন, বুলিস।  আজকের ক্যান্ডেলের ওপেন আগের দিনের ক্যান্ডেলের লোয়ার লো থেকেও নিচে। সাদা ক্যান্ডেল কালো ক্যান্ডেলটার অর্ধেকের উপরে কভার করে। যখন বটমে অবস্থান করে তখন রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।


বুলিস ডোজি স্টার
Bullish Doji Star
BULLISH DOJI STAR

কাল ক্যান্ডেলস্টিকের পরে ডোজি ক্যান্ডেল রিভার্সাল ইংগিত করে।



বুলিস এনগালফিং
Bullish Engulfing
প্রথম ক্যান্ডেল ছোট কাল বডি, পরবর্তি ক্যান্ডেল বৃহৎ সাদা, এর মাঝে প্রথম ক্যান্ডেলের অবস্থান। রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।
BULLISH ENGULFING


বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bearish Candlestick patterns


বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দূরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।
LONG BLACK / RED LINE



হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 
HANGING MAN 



ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।
DARK CLOUD COVER


বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণ আবৃত। ভবিষ্যৎ বিয়ারিস ট্রেন্ডের সূচনা হতে পারে।
BEARISH ENGULFING



ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপট্রেন্ডের শেষে বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।
EVENING STAR


ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।


ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 


                                                                  SHOOTING STAR





শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মূল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।
SHOOTING STAR





রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Reversal Candlestick patterns

ইনভার্টেড হ্যামারঃ
Inverted Hammer
ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান, শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বিয়ারিস ট্রেন্ডের শেষে ঘটে ও বুলিশ ট্রেন্ডের সূচনা করে।
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।


হ্যামারঃ
Hammer
কোন সিকুরিটি যখন তার ওপেনিং প্রাইসের নিচে ট্রেড হয় কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে।  এখানেও শ্যাডো বডি অপেক্ষা দ্বিগুন। বুলিস ট্রেন্ডের সূচনা করতে পারে।


হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 

Wednesday 16 November 2016

SHARK

শার্ক প্যাটার্ন


ফাইবোনেসি নির্ভর হারমোনিক প্যাটার্ন।
আমরা প্রথমে বুলিস শার্ক প্যাটার্ন নিয়ে আলোচনা করব  ও পরে বিয়ারিস শার্ক প্যাটার্ন নিয়ে আলোচন করব।




বুলিস শার্ক প্যাটার্ন শনাক্তকরন
Pattern identification


XA শনাক্ত করুন।
BC = XA এর ফাইবো এক্সটেনশন 113% - 161.8%
CD = XA এর রিট্রেসমেন্ট ফাইবো 113%

ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Bullish Shark
এন্ট্রি XA এর 88.6%-113%  এ, স্টপলস D, টার্গেট CD এর 50%, 61.8%, 88.6% ও C সমান।
61.8%  এর সম্ভাবনাই বেশি।


বিয়ারিস শার্ক প্যাটার্ন শনাক্তকরন
Pattern identification

XA শনাক্ত করুন।
BC = XA এর ফাইবো এক্সটেনশন 113% - 161.8%
CD = XA এর রিট্রেসমেন্ট ফাইবো 113%

ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Bearish Shark
এন্ট্রি XA এর 88.6%-113%  এ, স্টপলস D, টার্গেট CD এর 50%, 61.8%, 88.6% ও C সমান।
61.8%  এর সম্ভাবনাই বেশি।

Bullish Shark Harmonic Pattern Trading


Sunday 23 October 2016

Analysis

সিকিউরিটি এনালাইসিস
এই ভিডিওটাও দেখুন


সর্বোত্তম বিনিয়োগের সুযোগ সন্ধান  করার  জন্য সিকিউরিটি এনালাইসিস।

স্টক বা শেয়ার ট্রেডিং / বিনিয়োগকারিরা দুই ধরনের এনালাইসিস করে থাকেন।
ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস।

ফান্ডামেন্টাল এনালাইসিস
Fundamental Analysis
ফান্ডামেন্টাল এনালাইসিসে মনে করা হয়  চাহিদা ও যোগান (supply and demand)  অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থার উপর নির্ভরশীল। কোম্পানির ভুমিকা ও বৈশিষ্ট্য শেয়ারের মুল্য নির্ধারনে গুরুত্বপুর্ন।
  
টেকনিক্যাল এনালাইসিস
Technical Analysis
টেকনিক্যাল এনালাইসিসে টেকনিক্যাল এনালিস্টরা শুধু শেয়ারের মুল্য উঠানামার প্রতি আগ্রহী। তাই এখানে শুধু সরবরাহ ও চাহিদার প্রতি গুরুত্ব দেয়া হয়। 
টেকনিক্যাল এনালাইসিসে সম্ভাব্য মুল্য জানার চেষ্টা করা হয় মাত্র। এর জন্য নানা ধরনের চার্ট ব্যবহার করা হয়ে থাকে। টেকনিক্যাল এনালাইসিসে আমরা সাধারণতঃ নিম্নের বিষয়গুলিই গুরুত্ত্ব দিয়ে থাকি।


আন্তবাজার সম্পর্ক
Inter market relation
টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিসের বাহিরেও আন্তবাজার সম্পর্ক নিয়েও গবেষনা করা হয়ে থাকে। কিন্ত আমাদের বাজার ছোট, বন্ড মার্কেট নাই বললেই চলে আর ডলার মুল্য ফিক্সড। আন্তবাজার সম্পর্ক মুলতঃ ডলার, বন্ড ও স্টক মার্কেটের সম্পর্ককেই বুঝায়।

টেকনিক্যাল এনালাইসিসে যে বিষয়গুলির প্রতি গুরুত্ব দেয়া হয়ঃ
মুল্য সব বৈশিষ্ঠের প্রতিফলন।
ট্রেন্ড মুল্যের গতি নির্ধারন করে।
মুল্য ও ট্রেন্ড ঐতিহাসিকভাবেই পুনরাবৃত্তি ঘটে।

বিনিয়োগকারিদের মার্কেট বিশেষজ্ঞদের কিছু গুরুত্বপুর্ন অনুসন্ধান জানা দরকার। এর মধ্যে মারফির নিয়ম অন্যতম (Murphy's Law) অন্যতম। তার মতে মার্কেট কেন উপরে বা নিচে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়েও কোথায় যাচ্ছে এটা জানা একজন বিনিয়োগকারির জন্য বেশি গুরুত্বপুর্ন।

টেকনিক্যাল এনালাইসিস সম্পর্কে মারফির ল'


১। ট্রেন্ড বুঝুন
দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি ট্রেন্ড বুঝতে হবে।


২। স্পট দ্যা ট্রেন্ড।
মার্কেট কোন অবস্থায় আছে। মুল ট্রেন্ডের সংগে সামঞ্জস্য রেখে এন্ট্রি দিতে হবে। আপনি কি ট্রেন্ডের দিকেই এন্ট্রি দিচ্ছেন?


৩। সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করুন
কেনার জন্য উপযুক্ত সাপোর্ট, সাপোর্ট মানেই আগের রেজিস্ট্যান্স। বিক্রীর জন্য উপযুক্ত রেজিস্ট্যান্স।


৪। ট্রেন্ড লাইন আঁকুন
ট্রেন্ড লাইন সবচেয়ে সহজ চার্টিং টুল। প্রাইস ট্রেন্ড লাইন টাচ করে আবার তার আগের অবস্থানে ফিরে যায়।


৫। অনুমান করুন মার্কেট কতটা উলটা পথে যাবে।
মার্কেট কখনো রিট্রেস করে। সাধারনত আমরা রিট্রেসমেন্ট ফাইবো অনুপাত দিয়ে মেপে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই ৩৮.২% বা ৬১.৮% রিট্রেসমেন্ট করে থাকে। আবার আগের অবস্থায় ফিরে যায় বা পুলব্যাক করে।


৬। মুভিং এভারেজ অনুসরন করুন।
মুভিং এভারেজ দেখে জানা যায় ট্রেন্ড কি এখনো চালু আছে।


৭।  মার্কেটের উঠা নামা পর্যবেক্ষন করুন।
মার্কেট কখনো ওভারবট আবার কখনো ওভারসোল্ড অবস্থায় থাকে। তখন মার্কেট বিপরীত দিকে যায়। এই ধরনের উঠা নামা আমরা অসিলেটর যেমন আর এস আই বা স্টোকাস্টিক ওসিলেটর দিয়ে বুঝতে পারি।


৮। মার্কেটের ওয়ার্নিং বুঝার চেষ্টা করুন।
ম্যাকডির মত ইন্ডিকেটর ওভারবট ওভারসোল্ড অবস্থার নির্দেশ করে। আবার এর মুভিং এভারেজ ও হিস্টোগ্রাম বাই বা সেল সিগন্যাল দেয়। 


৯। ট্রেন্ড সঠিক কিনা জানার চেষ্টা করুন।
এডিএক্স এর মত ইন্ডিকেটর দিয়ে বুঝা যায় মার্কেট এখন ট্রেন্ডিং অবস্থায় আছে কিনা।


১০। ট্রেন্ড কনফার্মিং লক্ষন দেখুন।
সাধারনতঃ ভলুম বেশি থাকে। Volume precedes price. 

১১। সব সময় শেখার চেষ্টা করুন।
টেকনিক্যাল এনালাইসিস জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়। সব সময় নিজেকে ছাত্র মনে করুন।





Sunday 26 June 2016

Camarilla

What is Camarilla? How it came into existence? Who first thought of trading
with this method?

ক্যামারিলা ফোরেক্স, ইকুইটি, স্টক ইত্যাদি মার্কেটের জন্য একটা ট্রেডিং সিস্টেম।
নিক স্কট নামে একজন বন্ড ট্রেডার  ফাইবোনেসি ও মার্কেট প্রোফাইলিং সিস্টেম ব্যবহার করতেন। তিনি লক্ষ্য করলেন যে বন্ডের মুল্য প্রতিদিন একটা প্যাটার্ন মেনে চলে।  এর স্কেলিং শুধুমাত্র সঙ্কুচিত বা প্রসারিত হয়। তিনি কিছু দিনের ডাটা পর্যবেক্ষন করে প্যাটার্নের জন্য একটা সমীকরন দাঁড় করান। এইটাই পরে ক্যামেরিলা সমীকরন নামে পরিচিত হয়।

What is the idea and concept behind this equation?

ক্যামেরিলা সমীকরনকে এভাবে ব্যাখ্যা করা যায় যে মার্কেট তার গড় (mean value) মুল্যের দিকে ধাবিত হয়।   তার পর গত দিনের ক্লোজিং পয়েন্টের দিকে। তারপর হয় মুল্য আরো উপরে না হয়  নিচে নেমে যায়। এই সম্পর্কটা নির্ভর করে গত দিনের হাই, লো, ক্লোজিং ও আজকের ওপেনের উপর। এই ডাটা দিয়েই আমরা পিভট ছাড়াও আটটা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি। যার উপরেই আমাদের ট্রেডের সাকসেস ও ব্যর্থতা নির্ভর করে।

What are Simple Camarilla Levels? What are they called? What each level
signifies? How to trade using each level?

গত দিনের হাই, লো, ক্লোজ থেকে ক্যামারিলা সমীকরন আমাদের ৮টা মুল্য স্তর দেয়। L এবং H  এই দুই গ্রুপ গ্রুপে , প্রতি গ্রুপে আবার  ১ থেকে ৪, এইভাবে দুইটা গ্রুপে ভাগ করা হয়।  L1, L2, L3, L4 এবং H1, H2, H3, H4. এর মধ্যে L3, L4 স্তর এবং H3, H4 স্তর সবচেয়ে গুরুত্বপুর্ন। ডে ট্রেডাররা লক্ষ্য রাখেন প্রাইস  L3 বা H3 তে হিট করে  রিভার্স করে কি না। তা হলে ট্রেডাররা ট্রেন্ডের বিপরীতে ট্রেড ওপেন করতে পারেন ও তারা ট্রেন্ডের সঙ্গে সংশ্লিষ্ট  L4 বা H4 এর পুর্বে স্টপ লস বসিয়ে ট্রেন্ডের বিপরীতে  ট্রেড করেন। স্টপলসের আলোচনায় পরে আসছি।

ক্যামেরিলা ব্রেক আউট স্তর
H4 এবং L4 কে ব্রেক আউট স্তর হিসাবে ধরা হয়। ট্রেন্ড বরাবর প্রাইস যদি H4 বা L4 স্তরে প্রবেশ করে তবে ব্রেক আউট ট্রেডের সুযোগ নিতে হবে। এবং এই ব্রেক আউট ট্রেড সহজ ও কম অভিজ্ঞদের জন্য রিস্ক ফ্রি।



What is the method to calculate the simple camarilla levels?

C = Previous Day Close
H = Previous Day High
L = Previous Day Low
H4 = [0.55*(H-L)]+C
H3 = [0.275*(H-L)]+C
H2 = [0.183*(H-L)]+C
H1 = [0.0916*(H-L)]+C
L1 = C-[0.0916*(H-L)]
L2 = C-[0.183*(H-L)]
L3 = C-[0.275*(H-L)]
L4 = C-[0.55*(H-L)]

Which are most important Levels and their functions?

H4 - Buy trend: যখন H4 উপরে ট্রেড হয় তখন বাই সিগন্যাল জেনারেট করে।
H3 - Reversal sell trend: যখন H3 উপরে ট্রেড হয়ে H3 এর নিচে নেমে আসে তখন সেল সিগন্যাল জেনারেট করে।
L3 - Reversal buy trend: যখন L3 এর নিচে ট্রেড হয়ে L3 এর উপরে উঠে আসে তখন বাই সিগন্যাল জেনারেট করে।
L4 - Sell trend: যখন L4 এর নিচে ট্রেড হয় তখন সেল সিগন্যাল জেনারেট করে।

How to trade based on Simple Camarilla Levels ?

প্রাইস যখন L4 - H4 স্তরের মাঝে থাকে আমরা  তখন স্টক বা ফোরেক্স পেয়ারের ওপেন প্রাইসের উপর ট্রেড নিতে পারি। ওপেন প্রাইস ছাড়াও আমরা মার্কেট ওপেনের প্রথম পাঁচ মিনিটের ওয়েটেড এভারেজ প্রাইসের উপর ট্রেড নিতে পারি (WAP, Weighted Average Price of the first 5 min of market open)।  ওপেন প্রাইসের উপর আমরা নিচের ৪টা অবস্থার মুখোমুখি হই।

দৃশ্যপট ১ঃ ওপেন প্রাইস যখন H3 ও L3 এর মাঝে।

- বাই
  • প্রাইস L3 এর নিচে নামার জন্য অপেক্ষা করুন। যখন প্রাইস আবার L3 এর উপরে প্রত্যাবর্তন করবে তখন বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে  (L3+L4)/2  অতিক্রম করে।
  • টার্গেট = H3
- সেল
  • প্রাইস H3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। যখন আবার H3 এর নিচে প্রত্যাবর্তন করবে তখন সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (H3+H4)/2 অতিক্রম করে।
  •  টার্গেট = L3 ,
দৃশ্যপট ২ঃ ওপেন প্রাইস যখন H3 ও H4 এর মাঝে।

- বাই
  • প্রাইস H4 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। H4 এর উপরে উঠামাত্র বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে ( H4+H3)2 অতিক্রম করে।
  • টার্গেট  =  টার্গেট ১ = ০.৫%, টারগেট২ = ১%, টার্গেট৩= ১.৫%
  •  (Targets : Target1 = 0.5%, Target2 = 1%, Target3 = 1.5%)
- সেল 
  • প্রাইস H3 এর নিচে নামার জন্য অপেক্ষা করুন। নিচে নামলেই সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে  (H4+H3)2  অতিক্রম করে।
  • টার্গেট  = যথাক্রমে L1, L2  ও L3.

দৃশ্যপট ৩ঃ ওপেন প্রাইস যখন L3 ও L4 এর মাঝে

- বাই
  • প্রাইস L3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। L3 এর উপরে যাওয়া মাত্র বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে (L4+L3)2 অতিক্রম করে।
  • টার্গেট  = H1, H2  ও H3
- সেল
  • প্রাইস L4 নিচে যাওয়ার জন্য অপেক্ষা করুন। L4 এর নিচে নামা মাত্র সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (L3+L4)2 অতিক্রম করে।
  • টার্গেট  = টার্গেট১ = ০.৫%, টার্গেট২ = ১%, টার্গেট৩ = ১.৫%

দৃশ্যপট ৪ঃ ওপেন প্রাইস যখন H4 এর উপরে

- বাই প্রযোজ্য নয়।

- সেল
  • প্রাইস H3 এর নিচে যাওয়ার জন্য অপেক্ষা করুন। H3 এর নিচে যাওয়া মাত্র সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (H4+H3)/2 অতিক্রম করে।
  • টার্গেট  = L1, L2  ও L3.

দৃশ্যপট ৫ঃ  ওপেন প্রাইস যখন L4 এর নিচে

- বাই
  • প্রাইস L3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন।  L3 এর উপরে যাওয়া মাত্র বাই।
  • স্টপলস,  প্রাইস যেখানে নিচ থেকে (L4+L3)2 অতিক্রম করে।
  • টার্গেট = H1, H2  ও  H3.
- সেল প্রযোজ্য নয়।

Advance Camarila Trading System
এডভান্স ক্যামেরিলা ট্রেডিং সিস্টেম

ইন্ডিকেটর সেট আপ
ম্যাকডি (১২, ২৬, ৯)  - ডাইভার্জেন্স চেক করার জন্য,
এমা ১১৯
এমা ২১
এই দুইটা এমা ট্রেন্ডের শক্তি ও ট্রেন্ডের দিক নির্দেশ করে।
এমা ১১৯ এর এক দিকে প্রাইস থাকার অর্থ লংটার্ম কন্সলিডেশন। এমা ১১৯ অতিক্রম করা ব্রেক আউটের সমতুল্য।
এমা ২১ আর এস আই ৫০ লাইনের সমার্থক। এই লাইন পার হওয়ার অর্থ ট্রেন্ড পরিবর্তন হওয়া।



শক্তিশালি ট্রেন্ড নিরূপন

বাই
L3 এর উপরে যথাক্রমে পিভট, এমা ২১ ও এমা ১১৯ ও H3 এর অবস্থান
সুইং লো-তে বাই।


সেল
H3 এর নিচে যথাক্রমে পিভট, এমা ২১ ও এমা ১১৯ ও L3 এর অবস্থান
সুইং হাই-তে সেল।




ক্যামেরিলা ও পিভট পয়েন্ট ও  A-B-C প্যাটার্ন।
Camarilla and Pivot points in confluence with A-B-C pattern.
(লিখতে হবে)
প্যাটার্ন রিভার্সাল কনফার্মেশন
Using pattern as confirmation.
পিভট থেকে ব্যাক করলে এন্ট্রি।


Friday 29 April 2016

Moving Average Convergence and Divergence

ম্যাকডি
Video

MACD (Moving Average Convergence Divergence). 
আমরা ম্যাকডি দিয়ে মুভিং এভারেজের পরিবর্তন বুঝতে পারি। মুভিং এভারেজের পরিবর্তনই ট্রেন্ডের পরিবর্তন। এই পরিবর্তন বুলিস বা বিয়ারিস যেকোনটাই হতে পারে।

MACD পরিচিতি


ম্যাকডি ট্রেন্ড অনুসরন করে। ২৬ ও ১২ দিনের এমার (EMA, Exponential Moving Average) সমন্বয়ে ম্যাকডি, সাথে থাকে ৯ দিনের এমা। ৯ দিনের এমার ক্রসওভারকে বাই বা সেল সিগ্ন্যাল হিসাবে ধরা হয়।



ম্যাকডির গঠন
ম্যাকডি সেট আপ করতে আমরা তিনটি সংখ্যা দেখতে পাই।

  • প্রথম সংখ্যাটি দ্রুততম মুভিং এভারেজ পরিমাপ করে।
  • দ্বিতীয় সংখাটি মন্থর মুভিং এভারেজ পরিমাপ করে।
  • তৃতীয় সংখ্যাটি দ্রুত ও মন্থর মুভিং এভারেজের পার্থক্য নির্দেশক বারের সংখ্যা।



  • প্রথম সংখ্যাটি ১২, ফাস্টার মুভিং এভারেজ।
  • দ্বিতীয় সংখ্যাটি ২৬, স্লো মুভিং এভারেজ।
  • তৃতীয় সংখ্যাটি বারের (পিরিয়ড) সংখ্যা, দ্রুত ও মন্থর মুভিং এভারেজের পার্থক্য বুঝা যায়।

উপরে আমাদের উদাহরনে দ্রুত মুভিং এভারেজে ১২ ও ২৬ পিরিয়ডের পার্থক্য। আর মন্থর মুভিং এভারেজ পিছনের  ম্যাকডি লাইন থেকে উদ্ভুত। তার অর্থ আমাদের মন্থর মুভিং এভারেজটা দ্রুত ম্যাকডি লাইনের ৯ পিরিয়ড থেকে উদ্ভুত। যা আমাদের আরো সঠিক লাইন প্রদর্শন করে।
মুভিং এভারেজ দুইটি যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন আমরা বলি ডাইভার্জেন্স, যখন নিকটে চলে আসে তখন বলি কনভার্জেন্স।
হিস্টোগ্রাম মন্থর ও দ্রুত মুভিং এভারেজের পার্থক্য দেখায়। যদি চার্টের দিকে লক্ষ্য করেন দেখবেন মুভিং এভারেজ দুইটা পরস্পর থেকে যত দূরে সরে যাচ্ছে হিস্টোগ্রাম তত বড় হচ্ছে। এটাই ডাইভার্জেন্স। আবার মুভিং এভারেজ দুইটা যত নিকটবর্তি হচ্ছে হিস্টোগ্রাম ততই সঙ্কুচিত হচ্ছে এটাই কনভার্জেন্স।

ট্রেন্ডের পরিবর্তন শনাক্তকরন
Identification of trend change

ট্রেন্ড যখন পরিবর্তন হয় তখন মুভিং এভারেজদ্বয় পরস্পর নিকটে চলে আসে, হিস্টোগ্রাম শুন্যে নেমে আসে। এই পর্যায়ে স্লো মুভিং এভারেজ  ফাস্টার মুভিং এভারেজকে ক্রস করে। হিস্টোগ্রাম ট্রেন্ডের দিকে প্রসারিত হয়। এভাবেই ট্রেন্ডের দিক পরিবর্তন ধরা যায়।

উপরের চিত্রে দ্রুত মুভিং এভারেজ লাইনটা (এখানে লাল রঙ) মন্থর মুভিং এভারেজ লাইনকে (এখানে সবুজ) যেখানে নিচ থেকে উপরে  ক্রস করছে সেটা বাই সিগন্যাল, আর যেখানে উপর থেকে নিচে ক্রস করছে সেখানে সেল সিগ্ন্যাল।  আর যে সমস্ত যায়গায় ক্রস করছে সেখানে হিস্টোগ্রাম শুন্য।

RSI + MACD Trading Strategy
RSI over bought ও MACD downward cross over


Thursday 28 April 2016

Bollinger Bands

বুলিঙ্গার ব্যান্ড
Video






জন বুলিঙ্গার এই ইন্ডিকেটরের প্রবর্তক। তাঁর  নামানুসারে এই ইন্ডিকেটরের নাম বুলিঙ্গার ব্যান্ড। ইহা একটি ভোলাটিলিটি ব্যান্ড। মুভিং এভারেজের উভয় পার্শ্বে ভোলাটিলিটি ব্যান্ডের অবস্থান। ভোলাটালিটি বৃদ্ধি বা কমার সাথে ব্যান্ডের দূরত্ব বাড়ে বা কমে। ব্যান্ড কখনো খুবই সংকুচিত হয়ে আসে আবার কখনো প্রসারিত হয়ে যায়। সেল বা বাই সিগ্ন্যালের জন্য M-Top বা W-Bottom প্যাটার্ন অনুসরন করতে পারি।
সাধারণতঃ ২১ দিনের মুভিং এভারেজ নেয়া হয়ে থাকে। তবে সিকুরিটির ধরন অনুসারে কম বা বেশি হয়ে থাকে।

ক্যালকুলেশন
  * Middle Band = 20-day simple moving average (SMA)
  * Upper Band = 20-day SMA + (20-day standard deviation of price x 2) 
  * Lower Band = 20-day SMA - (20-day standard deviation of price x 2



বুলিংগার ব্যান্ডের মধ্য ব্যান্ড একটা সাধারন মুভিং এভারেজ যা সাধারনতঃ ২০ পিরিয়ডে সেট করা থাকে। 
বুলিঙ্গার ব্যান্ডে বাই / সেল সিগ্ন্যাল
Signal: W-Bottoms and M-Tops
বুলিঙ্গার ব্যান্ডের নিম্নে W প্যাটার্ন ও উপরে M প্যাটার্ন থেকে আমরা যথাক্রমে বাই ও সেল সিগন্যাল পেতে পারি। 


W Bottoms


 M Tops

বুলিংগার ব্যান্ড স্কুইজ
Bollinger Bands Squeeze

প্রাইসের ভোলাটিলিটি যখন কমে আসে তখন ব্যান্ড সঙ্কুচিত হয়ে আসে। জন বুলিংগারের মতে হাই ভোলাটিলিটির পুর্বশর্ত লো ভোলাটিলিটি। তাই বুলিংগার ব্যান্ড সঙ্কুচিত হলে আমাদের হাই ভোলাটিলিটির জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। প্রাইস ব্যান্ডের উপরে ব্রেক করলে প্রাইস বাড়বে আর নিচে ব্রেক করলে প্রাইস কমবে।


Bollinger Bands trading and stop loss set up


Friday 1 January 2016

Buy

হারমোনিক প্যাটার্ন বাই পদ্ধতি
বাই
এখানে AB=CD এই হারমোনিক প্যাটার্নের বাই শনাক্তকরন দেখানো হলো। অন্যান্য প্যাটার্নের জন্য একই পদ্ধতি। A, B, C, D এর দুরত্ব খুব সতর্কতার সঙ্গে  পর্যবেক্ষণ করে প্যাটারন  নির্ধারণ করতে হবে।