Pages

Friday 29 April 2016

Moving Average Convergence and Divergence

ম্যাকডি
Video

MACD (Moving Average Convergence Divergence). 
আমরা ম্যাকডি দিয়ে মুভিং এভারেজের পরিবর্তন বুঝতে পারি। মুভিং এভারেজের পরিবর্তনই ট্রেন্ডের পরিবর্তন। এই পরিবর্তন বুলিস বা বিয়ারিস যেকোনটাই হতে পারে।

MACD পরিচিতি


ম্যাকডি ট্রেন্ড অনুসরন করে। ২৬ ও ১২ দিনের এমার (EMA, Exponential Moving Average) সমন্বয়ে ম্যাকডি, সাথে থাকে ৯ দিনের এমা। ৯ দিনের এমার ক্রসওভারকে বাই বা সেল সিগ্ন্যাল হিসাবে ধরা হয়।



ম্যাকডির গঠন
ম্যাকডি সেট আপ করতে আমরা তিনটি সংখ্যা দেখতে পাই।

  • প্রথম সংখ্যাটি দ্রুততম মুভিং এভারেজ পরিমাপ করে।
  • দ্বিতীয় সংখাটি মন্থর মুভিং এভারেজ পরিমাপ করে।
  • তৃতীয় সংখ্যাটি দ্রুত ও মন্থর মুভিং এভারেজের পার্থক্য নির্দেশক বারের সংখ্যা।



  • প্রথম সংখ্যাটি ১২, ফাস্টার মুভিং এভারেজ।
  • দ্বিতীয় সংখ্যাটি ২৬, স্লো মুভিং এভারেজ।
  • তৃতীয় সংখ্যাটি বারের (পিরিয়ড) সংখ্যা, দ্রুত ও মন্থর মুভিং এভারেজের পার্থক্য বুঝা যায়।

উপরে আমাদের উদাহরনে দ্রুত মুভিং এভারেজে ১২ ও ২৬ পিরিয়ডের পার্থক্য। আর মন্থর মুভিং এভারেজ পিছনের  ম্যাকডি লাইন থেকে উদ্ভুত। তার অর্থ আমাদের মন্থর মুভিং এভারেজটা দ্রুত ম্যাকডি লাইনের ৯ পিরিয়ড থেকে উদ্ভুত। যা আমাদের আরো সঠিক লাইন প্রদর্শন করে।
মুভিং এভারেজ দুইটি যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন আমরা বলি ডাইভার্জেন্স, যখন নিকটে চলে আসে তখন বলি কনভার্জেন্স।
হিস্টোগ্রাম মন্থর ও দ্রুত মুভিং এভারেজের পার্থক্য দেখায়। যদি চার্টের দিকে লক্ষ্য করেন দেখবেন মুভিং এভারেজ দুইটা পরস্পর থেকে যত দূরে সরে যাচ্ছে হিস্টোগ্রাম তত বড় হচ্ছে। এটাই ডাইভার্জেন্স। আবার মুভিং এভারেজ দুইটা যত নিকটবর্তি হচ্ছে হিস্টোগ্রাম ততই সঙ্কুচিত হচ্ছে এটাই কনভার্জেন্স।

ট্রেন্ডের পরিবর্তন শনাক্তকরন
Identification of trend change

ট্রেন্ড যখন পরিবর্তন হয় তখন মুভিং এভারেজদ্বয় পরস্পর নিকটে চলে আসে, হিস্টোগ্রাম শুন্যে নেমে আসে। এই পর্যায়ে স্লো মুভিং এভারেজ  ফাস্টার মুভিং এভারেজকে ক্রস করে। হিস্টোগ্রাম ট্রেন্ডের দিকে প্রসারিত হয়। এভাবেই ট্রেন্ডের দিক পরিবর্তন ধরা যায়।

উপরের চিত্রে দ্রুত মুভিং এভারেজ লাইনটা (এখানে লাল রঙ) মন্থর মুভিং এভারেজ লাইনকে (এখানে সবুজ) যেখানে নিচ থেকে উপরে  ক্রস করছে সেটা বাই সিগন্যাল, আর যেখানে উপর থেকে নিচে ক্রস করছে সেখানে সেল সিগ্ন্যাল।  আর যে সমস্ত যায়গায় ক্রস করছে সেখানে হিস্টোগ্রাম শুন্য।

RSI + MACD Trading Strategy
RSI over bought ও MACD downward cross over


No comments:

Post a Comment