Pages

Saturday 24 July 2021

Bullish Reversal

 বুলিস রিভারসাল

How to find the bottom of a stock

কোন স্টকের বটম অনুসন্ধান করার জন্য আমরা যা করতে পারি।


  1. সেক্টর দেখুন।
  2. বর্ধিত ভলিউম দেখুন। 
  3. Moving Average এর সঙ্গে মূল্যের সম্পর্ক দেখুন।.
  4. আপনার ফেভারিট ইন্ডিকেটর দিয়ে নিশ্চিত হন।
  5. ট্রেন্ডলাইন ব্রেক আউট লক্ষ্য করুন।
  6. Over Sold এরিয়া পর্যবেক্ষণ করুন।
  7. Higher low অনুসন্ধান করুন।
  8. বুলিশ ডাইভার্জেন্স লক্ষ্য করুন।
  9. সেল বা এন্ট্রির জন্য নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুসরন করুন।

এই বিষয়গুলি আমরা আগেই শিখেছি। এখন দরকার কাজে লাগানো। আমরা এখন প্রতিটা বিষয় পৃথকভাবে আলোচনা করব।

১। সেকটর অনুসন্ধান
সাধারণত একটা সেক্টররের সব শেয়ারই প্রায় একই সংগে উঠা নামা করে। আলাদাভাবে একটা স্টকের রিভার্সাল বা বটম খোঁজার আগে আমাদের দেখতে হবে সেক্টরের অবস্থান। 

২। বর্ধিত/সঙ্কুচিত ভলুম দেখুন
ভলুম ক্রমাগত কমতে থাকলে একজন ট্রেডার হিসাবে আমরা অনুধাবন করতে পারি স্টকটা তার বিয়ারিস ট্রেন্ডের শেষ প্রান্তে।



৩। মুভিং এভারেজের সংগে মূল্যের সম্পর্ক তুলনা করুন।

মুভিং এভারেজ ক্রস আরো সুনির্দিষ্টভাবে ট্রেন্ড রিভার্সাল নির্দেশ করে। এমা ৯x২৬ একটা ভাল ট্রেন্ড পরিবর্তন চিহ্নিত কারক। 




৪।আপনার ফেভারিট ইন্ডিকেটরের সাহায্যে
MACD Cross
ম্যাকডি লাইন যেখানে সিগ্ন্যাল লাইনকে ক্রস করে।


৫।ফাইবোনেসি ও হারমোনিক প্যাটার্নেও ট্রেন্ডের শেষ প্রান্ত অনুধাবন করা যায়






৬।ট্রেন্ড লাইন ব্রেক আউট
ট্রেন্ড লাইন একটা সহজ ইন্ডিকেটর। প্রাইস যখন ট্রেন্ড লাইনের উপরে উঠে তখন বুলিস রিভার্সাল আসন্ন।

৭। ওভারসোল্ড এরিয়া পর্যবেক্ষণ করুন
Over bought / Over sold পর্যবেক্ষণের জন্য RSI একটা উপযুক্ত ইন্ডিকেটর। ৭০ ওভারবট আর ৩০ ওভারসোল্ড রিজিয়ন।


৮।হাইয়ার লো অনুসন্ধান করুন
ট্রেন্ড বুলিস কিনা বুঝা যাবে তার হাইয়ার লো স্ট্রাকচার দেখে



৯।সেল বা এন্ট্রির জন্য নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুসরন করুন।
এখানে আমার ট্রেডিং পদ্ধতি (বাই/সেল)। আপনার অভিজ্ঞতা দিয়ে আপনিও নিজস্ব পদ্ধতি তৈরি করে নিন। আর পদ্ধতি মেনে চলুন।




Friday 9 July 2021

Amibroker

 Amibroker Backup Restore Guide

    আমরা অনেক সময় আমিব্রোকার ব্যাক আপ নিয়ে থাকি যেন কম্পিউটারে কোন সমস্যা হলে আবার সহজে রি-ইন্সটল করতে পারি। কিন্তু সহজ বিষয় অনেকেই জটিল করে ফেলেন।


আগের Amibroker টা ডিলিট করে দিন। কম্পিউটার রিস্টার্ট দিন।

যারা জিপ করে ব্যাকআপ করে থাকেন, জিপ ফাইলটা  আনজিপ করে নিন।

হুবহু আপনার ড্রাইভে এই ভাবে বসিয়ে দিন।


এইবার এমিব্রোকারের মধ্য থেকে নিচের প্রোগ্রাম ফাইলটা দিয়ে ডেস্কটপে একটা আইকন বানিয়ে নিন।


 এই আইকনটায় ডবল ক্লিক করলেই এমিব্রোকার রান করবে।


আপনি আমার মত Pin to task bar করে দিতে পারেন।


এবার ডেস্কটপ আইকনে বা টাস্কবারে এমিব্রোকার আইকনে ক্লিক করে এমিব্রোকার ওপেন করুন।
 
যদি ভুল ডাটা আসে তবে এইভাবে DSEData ডিফল্ট করে দিতে হবে। যা দেখানো হলো এর বাহিরে আর কিছুই করতে যাবেন না। 



কিভাবে ডাটা আপডেট করবেন?
যদি কিছুদিনের / একদিনের ডাটা বাকি থাকে তবে   www.Stockbangladesh.com থেকে ডাউনলোড করে নিতে হবে। স্টকবাংলাদেশের ডাটা ডাউনলোড করতে হলে আপনাকে সেখানে রেজিস্ট্রি করতে হবে। এটা ফ্রি সার্ভিস। তারপর

নেক্সট

ডাটা ডাউনলোড হবে আপনার সিলেক্টেড বা ডিফল্ট কোন ফোল্ডারে। এবার এমিব্রোকার ওপেন করে আপডেট করুন।

ডাটা আপডেট বা Import wizard টা নিচে









Monday 5 July 2021

Technical Analysis

টেকনিক্যাল এনালাইসিস
(প্রযুক্তিগত বিশ্লেষণ)

প্রযুক্তিগত বিশ্লেষণের পিছনে লক্ষ্য হল সাধারণত ট্রেডিং সুযোগগুলি চিহ্নিত করা এবং একটি সুশৃঙ্খল, নিয়ম-ভিত্তিক পদ্ধতির ব্যবহার করে  দীর্ঘমেয়াদী ঝুঁকিপূর্ন বিনিয়োগের রিটার্নকে সর্বাধিক করে।

Video


সিকিউরিটি বিশ্লেষন এবং বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের জন্য দুটি প্রাথমিক পদ্ধতি ব্যবহার করা হয়।

    ১। মৌলিক বিশ্লেষণ (Fundamental Analysis);

    ২। প্রযুক্তিগত বিশ্লেষণ (Technical Analysis).


টেকনিক্যাল এনালাইসিস কি?

প্রযুক্তিগত বিশ্লেষণ হ'ল ঐতিহাসিক মূল্য এবং (যেখানে পাওয়া যায় সেখানে) ভলিউম ডেটা মূল্যায়নের মাধ্যমে আর্থিক বাজারের দামের দিকনির্দেশনা পূর্বাভাস দেওয়ার একটি পদ্ধতি।

টেকনিক্যাল অ্যানালাইসিস হল একটি ট্রেডিং ডিসিপ্লিন যা ট্রেডিং অ্যাক্টিভিটি থেকে সংগৃহীত পরিসংখ্যানগত প্রবণতা, যেমন দামের গতিবিধি এবং ভলিউম বিশ্লেষণ করে বিনিয়োগের মূল্যায়ন এবং ট্রেডিং সুযোগ চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। মৌলিক বিশ্লেষণ যেখানে বিক্রয় এবং উপার্জনের মতো ব্যবসায়িক ফলাফলের উপর ভিত্তি করে নিরাপত্তার মান মূল্যায়ন করার চেষ্টা করে, প্রযুক্তিগত বিশ্লেষণ সেখানে মূল্য এবং ভলুমের অধ্যয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।




All relevant information about a stock is already reflected in the stock price
স্টক সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য ইতিমধ্যে শেয়ারের দামে প্রতিফলিত হয়

প্রযুক্তি বিশ্লেষকরা বিশ্বাস করেন যে কোনও সংস্থার ফান্ডামেন্টাল থেকে শুরু করে ব্রড মার্কেট ফ্যাক্টর, বাজার মনস্তত্ত্বের সমস্ত কিছু ইতিমধ্যে স্টকের দামের মধ্যে নিহিত রয়েছে। এটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলি আলাদাভাবে বিবেচনা করার প্রয়োজন নাই।


Stock price moves in trends
স্টক প্রাইস বিশৃঙ্খল ভাবে চলার চেয়ে অতীত ধারা অব্যাহত রাখার সম্ভাবনা বেশি।


History tends to repeat itself in the stock market
মূল্য পুনরাবৃত্তিপূর্ণ

প্রযুক্তি বিশ্লেষকরা বিশ্বাস করেন যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মূল্য পুনরাবৃত্তিপূর্ণ প্রকৃতির, এর জন্য প্রায়শই বাজার মনোবিজ্ঞানকে দায়ী করা হয় যা লোভ, ভয় বা উত্তেজনার মতো আবেগের উপর নির্ভরশীল।



স্টক ট্রেডিং এর ক্ষেত্রে টেকনিক্যাল এনালাইসিস আমাদের কিভাবে সাহায্য করে?

    - হিস্টোরিক্যাল প্যাটার্ন আমাদের মূল্যের গতি বুঝতে;
    - দ্রুত সিদ্ধান্ত নিতে;
    - ট্রেডিং কৌশল ঠিক করতে;
    - সঠিক ভাবে ট্রেন্ড বুঝতে;
    - প্যাটার্ন বুঝতে।

অনেকেই মনে করে থাকেন যে টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে সঠিক প্রাইস টার্গেট বের করা যায়। কিন্তু এই ধারনা সঠিক নয়। টেকনিক্যাল এনালাইসিসের মাধ্যমে প্রাইস ট্রেন্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে ধারনা করা যায় মাত্র।

তাহলে কিভাবে অনেক টেকনিক্যাল ও টেকনিক্যাল ট্রেডার টার্গেট বলেন? টার্গেট অনুমান করা টেকনিক্যাল এনালিস্ট বা টেকনিক্যাল ট্রেডারের সম্পূর্ন ব্যক্তিগত। টার্গেট এনালিস্ট টু এনালিস্ট, ট্রেডার টু ট্রেডার পার্থক্য হয়। টেকনিক্যাল এনালাইসিসে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধারনা করতে পারি। এনালিস্ট বা ট্রেডার কোন সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে শক্তিশালি মনে করেন। সেইটাকেই তিনি তার টার্গেট মনে করেন। আবার কখনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাংতে অনেক সময় নেয় তাই দূরের টার্গেট অপেক্ষা বর্তমান সাপোর্ট/ রেজিস্ট্যান্স পর্যন্তই তার ট্রেডের শেষ সীমা। আবার কখনো টেকনিক্যাল এনালিস্ট সম্ভাব্য সর্বোচ্চ রেজিস্ট্যান্স দেখিয়ে দেন যেন অন্যরা তাদের সুবিধা মত রেঞ্জ পর্যন্ত ট্রেড করতে পারেন।



টেকনিক্যাল এনালাইসিস বুঝতে আমরা সাধারণতঃ যে টেকনিক্যাল টুলসগুলির গুরুত্ত্ব দিয়ে থাকিঃ


In general, technical analysts look at the following broad types of indicators:
  • Price trends.
  • Chart patterns.
  • Volume and momentum indicators.
  • Oscillators.
  • Moving averages.
  • Support and resistance levels.


ফান্ডামেন্টাল এনালাইসিস

ফান্ডামেন্টাল এনালাইসিস কি?
ফান্ডামেন্টাল এনালাইসিস হলো সেই পদ্ধতি যার মাধ্যমে কেউ মৌলিক অর্থনৈতিক কারণগুলি (যা এর মূল্যকে প্রভাবিত করে) বিবেচনায় এনে স্টকটির আভ্যন্তরীন মান গণনা করার চেষ্টা করে।


Fundamental Analysis এ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারনগুলিকে চাহিদা ও যোগানের হ্রাস বৃদ্ধির নিয়ামক মনে করা হয় ও স্টকটির অভ্যন্তরীণ মান গণনা করতে ব্যবহার করা হয়। এখানে কোম্পানির বৈশিষ্ঠ্যকেও মূল্য নির্ধারনের উপকরণ মনে করা হয়।




ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিসের তুলনা




Sunday 4 July 2021

Capital Market

স্টক মার্কেট বা পুঁজি বাজার সম্পর্কে প্রাথমিক ধারনা

স্টক মার্কেট কি?

যেই বাজারে পাবলিক স্টক বা কোম্পানির শেয়ার কিনতে ও বেচতে পারে সেই বাজারকে স্টক মার্কেট বলে। স্টক এক্সচেঞ্জ অনেকগুলি ব্রোকারেজ হাউজের সমন্বয়ে গঠিত।  স্টক মার্কেটগুলি একটি মুক্ত-বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান কারণ তারা সব ধরণের বিনিয়োগকারীদের জন্য ট্রেডিং উন্মুক্ত রাখে।

বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমেরিকায় New York Stock Exchange. 

বিনিয়োগকারিরা ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে থাকে।

Capital Market বা পুঁজি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আইপিও ইস্যু করে কোম্পানির জন্য পুঁজি সংগ্রহ করা। বিনিয়োগকারীরা কোম্পানির লাভের অংশ নেয়ার জন্য এই আইপিও কিনে থাকে।

আপনি কেন স্টক কিনবেন?

কোম্পানি লাভ করলে আপনি তার একটা অংশ পাবেন। এটাও আপনার জানা থাকা প্রয়োজন যে কোম্পানিটি লোকসান করতে পারে। তখন আপনার স্টকের মূল্য হ্রাস পাবে। তাই বিনিয়োগের আগে ভেবে চিনতে বিনিয়োগ করতে হয়। 

Video





Friday 11 June 2021

Oscillator

 Oscillator

ওসিলেটর

অসিলেটর একটি প্রযুক্তিগত বিশ্লেষণ টুলস যা দুটি চরম মানের মধ্যে উচ্চ এবং নিম্ন ব্যান্ড তৈরি করে এবং ট্রেন্ড নির্দেশক হিসাবে কাজ করে ও ব্যান্ডের সীমার মধ্যে ওঠানামা করে। ব্যবসায়ীরা স্বল্প-মেয়াদী, ওভারসোল্ড, ওভারবট অবস্থা বুঝতে সূচকটি ব্যবহার করে থাকে।



যেমন Chaikin Oscillator, Stochastic, Trix ইত্যাদি।

Thursday 6 May 2021

Market Cycle

 মার্কেট চক্র

The Key to Maximum Return

Video



মার্কেটের ৪টা অবস্থা




1. Accumulation Phase
এই ধাপটি বাজার তলানীতে যাওয়ার পরে ঘটে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিরা (কর্পোরেট অভ্যন্তরীণ এবং কিছু স্মার্ট বিনিয়োগকারী) এবং প্রথমিক বিনিয়োগকারিরা (স্মার্ট মানি ম্যানেজার এবং অভিজ্ঞ ব্যবসায়ীরা) কিনতে শুরু করে, দেখে মনে হয় যে খারাপ অবস্থা শেষ হয়ে গেছে। সামগ্রিকভাবে বাজারের অনুভূতি নেতিবাচক থেকে নিরপেক্ষ হতে শুরু করে।

2. Mark-up Phase
এই পর্যায়ে, বাজারটি কিছু সময়ের জন্য স্থিতিশীল হয়ে উঠে এবং আরও উচ্চতায় যেতে শুরু করে। মুল্য সর্বশেষ প্যারাবোলিক প্যাটার্ন তৈরি করে, যা প্রযুক্তিগত বিশ্লেষণে বিক্রয় ক্লাইম্যাক্স হিসাবে  পরিচিত, যখন সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে বড় লাভ ঘটে। কিন্তু মূল্য বুদ্বুদের শীর্ষের কাছাকাছি চলে যায়।

3. Distribution Phase
বাজার চক্রের তৃতীয় পর্যায়ে বিক্রেতারা আধিপত্য শুরু করে। পূর্ববর্তী পর্বের বুলিশ অনুভূতি একটি মিশ্র অনুভূতিতে পরিবর্তিত হয়। দাম প্রায়শই কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক মাস ধরে চলতে পারে। এই পর্বটি শেষ হয়ে গেলে, বাজারটি দিক বদলে দেয়।

4. Mark-down Phase
চক্রের চতুর্থ এবং চূড়ান্ত পর্ব যারা এখনও অবস্থান ধরে রেখেছেন  তাদের পক্ষে সবচেয়ে বেদনাদায়ক। অনেকে আটকে থাকেন কারণ তাদের বিনিয়োগ তারা যে মূল্য দিয়েছিল তার চেয়ে নিচে নেমে গেছে।








Monday 25 January 2021

Flat Top

 Flat top

ফ্ল্যাট টপ





ট্রেডিং স্ট্র্যাটেজি
Flat Base, Saucer Base, Flat Top, Rounding Bottom একই ট্রেডিং স্ট্র্যাটেজি। 

Sunday 24 January 2021

Chart Overlay

চার্ট ওভারলে

Chart Overlay

 টেকনিক্যাল চার্টে ওভারলে একটা ইন্ডিকেটর যা প্রাইস চার্টের উপর ভিত্তি করে তৈরি এবং প্রাইস চার্টের উপর স্থাপন করা হয়। যেমন মুভিং এভারেজ, বুলিঞ্জার ব্যান্ড, প্যারাবলিক সার।



Bollinger Bands

বলিঞ্জার ব্যান্ড

বলিঞ্জার ব্যান্ড একটি মধ্য ব্যান্ড সহ দুটি বাহিরের ব্যান্ড সমন্বিত থাকে। মধ্য ব্যান্ডটি একটি সাধারণ চলমান গড় যা সাধারণত 20 পিরিয়ডে সেট হয়। বাইরের ব্যান্ডগুলি সাধারণত মাঝের ব্যান্ডের উপরে এবং নীচে 2 স্ট্যান্ডার্ড বিচ্যুতি ( Standard deviation) সেট করা হয়



প্যারাবলিক সার
Parabolic SAR



মুভিং এভারেজ
Moving Average

ইচিমকু কিঙ্কো হাইও
Ichimoku Kinko Hyo