Pages

Friday 25 December 2015

Trend


ট্রেন্ড  বা প্রবণতা
Trend
Video




ট্রেন্ড হ'ল কোনও বাজারের বা সামগ্রীর দামের সামগ্রিক দিক। প্রযুক্তিগত বিশ্লেষণে  আপট্রেন্ডের জন্য উচ্চতর সুইং হাই এবং উচ্চতর সুইং লো (higher high and higher low) তৈরি করে, বা ডাউন ডাউনট্রেন্ডের জন্য নিম্নতর সুইং লো এবং নিম্নতর সুইং হাইগুলি (lower low and lower high) তৈরি করে।



ট্রেন্ড বাজার বা সম্পদের মূল্যের উর্দ্ধমুখী বা নিম্নমুখী প্রবণতা। ট্রেন্ড স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে।
বলা হয়ে থাকে, Trend is your friend. ট্রেন্ডের অনুকূলেই বাই সেল করতে হয়। সুদের হার, কারেন্সি মার্কেট, মূলধন সব মার্কেটেই ট্রেন্ড বিদ্যমান।

বুলিশ
Bullish


প্রাইস যখন হাইয়ার হাই ও হাইয়ার লো তৈরি করে।


বুলিশ মার্কেট
Bullish Market
শেয়ারের মূল্য বৃদ্ধি পায়, ভবিষ্যৎ লাভের আশায় বিনিয়োগকারির বিনিয়োগের আস্থা বৃদ্ধি পায়।


বিয়ারিস বা মন্দা
Bearish


প্রাইস যখন লোয়ার লো ও লোয়ার হাই তৈরি করে।

বিয়ারিস মারকেট বা  মন্দা বাজার
Bearish Market
শেয়ারের মূল্য হ্রাস পায়, ভবিষ্যৎ লোকসানের আতঙ্কে বিনিয়োগকারির বিনিয়োগের আস্থা হ্রাস পায়।


মধ্যম বা নিরপেক্ষ 
Neutral
প্রাইস যখন কোন দিকেই যায় না, সাপোর্ট ও রেজিস্ট্যান্সের মধ্যে বাঁধা থাকে।

স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি ট্রেন্ড
Short term trend and Long term trend
কখনো ট্রেন্ড কয়েক ঘন্টা থেকে কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হয় (Short term trend)। আবার কখনো ট্রেন্ড কয়েক মাস থেকে কয়েক বৎসর স্থায়ী হয় (Long term trend)।
গোল্ডের লংটার্ম ট্রেন্ড (১৯৯৩-২০১১)




একাধিক টাইম ফ্রেমে ট্রেড করা যায়। কেউ পসন্দ করে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ , আবার কেউ  পসন্দ করে কয়েক মাস থেকে কয়েক বছর।


ট্রেন্ডের দিক পরিবর্তন।
Reversal
মূল্য কখনো ঊর্ধ্বমুখী আবার কখনো নিম্নমুখী থাকে। মার্কেট যখন ওভারসোল্ড অবস্থায় যায় তখন এমন এক পর্যায় আসে যখন বিক্রেতাদের হাতের স্টক বা ইকুইটি শেষ হয়ে যায়। কিন্তু বাজারের চাহিদা থাকে। স্টক বা ইকুটির মূল্য বাড়তে থাকে। আবার এর বিপরীত অবস্থা হলে মূল্য কমতে থাকে। এভাবেই ট্রেন্ডের দিক পরিবর্তন ঘটে।


ট্রেন্ড লাইন
Trend Lines

একজন ট্রেডারের টুলবক্সের সবচেয়ে গুরুত্বপুর্ন ও মৌলিক টুল এই ট্রেন্ড লাইন।
প্রাইসের উপর বা নিচে দিয়ে আঁকা কৌনিক সরল রেখা যা ভবিষ্যৎ প্রাইস নির্দেশক। বর্তমান ট্রেন্ডের দিক ও দিকের পরিবর্তন বুঝার জন্য আমরা ট্রেন্ড লাইন ব্যবহার করি।


ব্রাক ব্যাঙ্কের ডাউন ট্রেন্ড ও দিক পরিবর্তন

এছাড়া সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করতে ও নতুন ট্রেডিং সুযোগ খুঁজে বের করতে ট্রেন্ড লাইনের ব্যবহার আছে।
নিচের চিত্রে সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করা হয়েছে।



কিভাবে ট্রেন্ড লাইন আঁকবেন
আপট্রেন্ডের ক্ষেত্রে

Video



সুইং লো'র সংগে হাইয়ার সুইং লো যোগ করুন।
নিচে বেক্সিমকো ফার্মার আপট্রেন্ডে ট্রেন্ড লাইন দেখানো হলো।


ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে
Video



সুইং হাই'র সঙ্গে লোয়ার সুইং হাই যোগ করুন।
নিচে ব্রাক ব্যাঙ্কের ডাউনট্রেন্ডে ট্রেন্ড লাইন দেখানো হলো।
ব্রাক ব্যাঙ্কের ডাউন ট্রেন্ড ও দিক পরিবর্তন

টম ডুমার্কের ট্রেন্ডলাইন ব্রেক আউট সিস্টেম
(আমরা এখানে মূলতঃ ট্রেন্ড লাইন ব্রেক আউট সিস্টেম আলোচনা করব)
ট্রেন্ড লাইন ব্রেক করলে সাধারণতঃ মুল্য যে দিকে ব্রেক করে ঐদিকে নামতে বা উঠতে থাকে। কতটুকু নামবে টম ডুমার্ক নিচের পদ্ধতিতে দেখিয়েছেন।
প্রথমে ট্রেন্ড লাইন অঙ্কন করি।
এবার ট্রেন্ড লাইন পর্যন্ত সর্বোচ্চ দৈর্ঘ্য নিরূপণ  করি, AB ।
এই দৈর্ঘই কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে, CD।

ডেমোনেস্ট্রেশন (Demonstration)
বাস্তব উদাহরন হিসাবে Delta Brac Housing (DBH) ট্রেড করতে পারি (ডেমো)।  চার্টটা ব্রেক আউটের অপেক্ষায়।
এখানে ট্রেন্ড লাইনের সঙ্গে মূল্যের সর্বোচ্চ দূরত্ব AB, মুল্য যেখানে ট্রেন্ড লাইনের সঙ্গে মিলিত হয়েছে সেইটা C. C এর সঙ্গে AB সমান দূরত্ব যোগ করি। CD বা ১৩৮ কাংক্ষিত প্রফিট টার্গেট।

(এই সংগে Bearish Flip অংশটুকুও পড়ুন)।






9 comments: