ট্রেন্ড লাইন
Trend Lines
নিচে ব্রাক ব্যাঙ্কের ডাউনট্রেন্ডে ট্রেন্ড লাইন দেখানো হলো।
Trend Lines
একজন ট্রেডারের টুলবক্সের সবচেয়ে গুরুত্বপুর্ন ও মৌলিক টুল এই ট্রেন্ড লাইন।
প্রাইসের উপর বা নিচে দিয়ে আঁকা কৌনিক সরল রেখা যা ভবিষ্যত প্রাইস নির্দেষক। বর্তমান ট্রেন্ডের দিক ও দিকের পরিবর্তন বুঝার জন্য আমরা ট্রেন্ড লাইন ব্যবহার করি।
![]() |
ব্রাক ব্যাঙ্কের ডাউন ট্রেন্ড ও দিক পরিবর্তন |
এছাড়া সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করতে ও নতুন ট্রেডিং সুযোগ খুঁজে বের করতে ট্রেন্ড লাইনের ব্যবহার আছে।
নিচের চিত্রে সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করা হয়েছে।

কিভাবে ট্রেন্ড লাইন আঁকবেন
আপট্রেন্ডের ক্ষেত্রে
সুইং লো'র সংগে হাইয়ার সুইং লো যোগ করুন।
নিচে বেক্সিমকো ফার্মার আপট্রেন্ডে ট্রেন্ড লাইন দেখানো হলো।
ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে
সুইং হাই'র সঙ্গে লোয়ার সুইং হাই যোগ করুন।নিচে ব্রাক ব্যাঙ্কের ডাউনট্রেন্ডে ট্রেন্ড লাইন দেখানো হলো।
No comments:
Post a Comment