Pages

Monday 28 December 2015

Moving Average

ভিডিওতে মুভিং এভারেজ নিয়ে সাধারণ আলোচনা,
Video




SMA, Simple Moving Average

কয়েকদিনের মূল্যের গড়। ল্যাগিং কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্স শনাক্ত করতে বেশি ব্যবহৃত হয়।

কিভাবে গঠন করে,
n পিরিয়ডের ক্লোজিং প্রাইসকে n দিয়ে ভাগ করে সিম্পল মুভিং এভারেজ পাওয়া যায়।
এখানে SMA 15 দিনের সিম্পল মুভিং এভারেজ দেখানো হলো।



EMA, Exponential Moving Average

প্রধান দুইটি মুভিং এভারেজ সিস্টেম সিম্পল মুভিং এভারেজ সিস্টেম ও এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ সিস্টেম।
EMA 9 x EMA 26 Cross সিস্টেম অঙ্কন
Video





ল্যাগ কমিয়ে আনার জন্য এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ ব্যবহৃত হয়। EMA21 বা একুশ দিনের এমা RSI50 লাইনের সমার্থক। তাই ট্রেন্ড শনাক্ত করতে বেশি ব্যবহৃত হয়। প্রাইস সেন্সিটিভ।



উর্ধ্বমুখী বা নিম্নমূখী মুভিং এভারেজ বুলিশ বা বিয়ারিস বুঝতে সাহায্য করে।

মুভিং এভারেজের কতিপয় ব্যবহারঃ

সিম্পল মুভিং এভারেজ মসৃন চার্ট তৈরি করে। কিন্তু ল্যাগিং।
এমা বা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কম ল্যাগিং, তাৎক্ষণিক মূল্য পরিবর্তন ধরতে পারে। ফেক আউট বেশি থাকাতে ভুল সিগন্যাল দেয়।


মুভিং এভারেজ ক্রসওভার সিস্টেম ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে। choppy মার্কেট কিংবা রেঞ্জিং মার্কেটে ভুল সিগনাল দেয়।

ট্রেন্ড অনুসন্ধানঃ
প্রাইস যখন সিম্পল মুভিং এভারেজের উপরে থাকে তখন আপট্রেন্ড, আর নিচে থাকলে ডাউনট্রেন্ড।


বাই সেল / এন্ট্রি
যখন ফাস্ট মুভিং এভারেজ স্লো মুভিং এভারেজকে উপর থেকে নিচে ক্রস করে (cross over) তখন সেল। আর যখন নিচ থেকে উপরে ক্রস করে তখন বাই।
Video




ডায়নামিক সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসাবে

আমরা সাধারণতঃ সমান্তরাল রেখাকে সাপোর্ট হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু মূল্য পরিবর্তনের সংগে সাপোর্ট ও রেজিস্ট্যান্সও পরিবর্তন হতে থাকে। মুভিং এভারেজ সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসাবেও কাজ করে।

মুভিং এভারেজ ডায়নামিক সাপোর্ট/ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে কারন মুভিং এভারেজ তাৎক্ষনিক প্রাইস মুভমেন্ট বুঝতে পারে।



No comments:

Post a Comment