প্রকৃতির সংখ্যা পদ্ধতি। প্রকৃতির সর্বত্রই এই সংখ্যা পদ্ধতি বিদ্যমান। বৃক্ষ, লতা, পাতা, ফুল, ফল সর্বত্রই এই সংখ্যা পদ্ধতি মেনে চলে।
গাছের শাখা প্রশাখা বিস্তার
পাতার বিন্যাস
ফুলের পাপড়ির বিন্যাস
ফুলের বীজ বিন্যাস
জীবের দেহ বিন্যাস
এবার আমরা ফাইবোনেসি পিওর ম্যাথে এলাম। অংক হলেও মজাই পাবেন। ট্রেডিং এর জন্য ম্যাথ জানা আবশ্যক নয়। ঠিক যেমন RSI, MACD বা Chaikin Oscillator এর ভিতরের জটিল ম্যাথ জানা ট্রেডারের জন্য গুরুত্বপূর্ণ নয়। কোন কোন বইতে এমনও লেখা থাকে, Mathematical explanation is beyond the scope of this book. তবুও অন্ততঃ পরবর্তি সংখ্যাটা কি হবে সেইটা বাহির করা শিখে নেই।
ম্যাথ
ফাইবোনেচি সিক্যুয়েন্স কি?
0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, ...
সিক্যুয়েন্সটার মধ্যে একটা সহজ সম্পর্ক আছে, পরবর্তি সংখ্যা = পুর্বের দুইটি সংখ্যার যোগ ফল।
কিভাবে?
কিভাবে?
0 = 0+0
1 = 0+1
2 = 1+1
3 = 1+2
5 = 2+3
3 = 1+2
5 = 2+3
...........
............
তাহলে
34 এর পরবর্তি সংখ্যা কি? দেখা যাক...
আগের দুইটি সংখ্যা যোগ করুন, 21+34= 55
কতই না সহজ!
সিক্যুয়েন্সটা আর একটু লম্বা করি, 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584, 4181, 6765, 10946, 17711, 28657, 46368, 75025, 121393, 196418, 317811, ...
আপনি অন্ততঃ পরবর্তি সংখ্যাটা বাহির করুন।
এবার এই স্পাইরালটার ভিতর লক্ষ্য করুনঃ
13 আর 21 যোগ করুন। সমান 34।
আরো জটিল জিনিষও সহজ করে বুঝানো যায়। কিন্তু এখানে আমিও বলতে চাই, Mathematical explanation is beyond the scope of this book.
ইতিহাস
ফাইবোনেচি একজন গণিতবিদ। Leonardo Pisano Bogollo এবং তিনি বেঁচে ছিলেন ১১৭০ থেকে ১২৫০ এর মাঝে। Fibonacci তার ডাক নাম। অর্থ বোনাসির ছেলে। কারন তাঁর বাবার নাম ছিলেন বোনাসি।
ফাইবোনেচি একজন গণিতবিদ। Leonardo Pisano Bogollo এবং তিনি বেঁচে ছিলেন ১১৭০ থেকে ১২৫০ এর মাঝে। Fibonacci তার ডাক নাম। অর্থ বোনাসির ছেলে। কারন তাঁর বাবার নাম ছিলেন বোনাসি।
এই ইতিহাস কতটা নির্ভরযোগ্য?
ইউরোপে তখন রোমান হরফের প্রচলন ছিল, সংখ্যাও। যেমন I, II, III, IV, V, ইত্যাদি। এভাবে অঙ্ক করা ছিল বড়ই কঠিন। আরবীয় ও ভারতীয়রা ০,১,২,৩,৪,৫ ... ইত্যাদি ব্যবহার করত। তিনি আরবীয়দের নিকট থেকে এই সংখ্যা পদ্ধতি ও ফাইবোনেচি পদ্ধতি ইউরোপে নিয়ে যান। আরবীয়রা ফাইবোনেচি ভারতীয়দের কাছ থেকে জানে। এভাবে ফাইবোনেচি ইউরোপকে অঙ্কের জটিলতা থেকে মুক্তি দেন।
ফাইবোনেচি ট্রেডিং
যারা এমিব্রোকার বা অন্য কোন এপ্লিকেশন ব্যবহার করেন তারা নিশ্চয়ই এপ্লিকেশনের ভিতরে এই টুলসগুলি দেখে থাকবেন। Gann, Pitchfork, Spiral line, Fibonacci Arc, Ellipse, Fibonacci Fan, Fibonacci time zone, Fibonacci retrachment, Fibonacci Extension.
ফাইবোনেসি রিট্রেসমেন্ট, পুলব্যাক
ফাইবোনেসি রিট্রেসমেন্ট ও পুলব্যাক জানার আগে আমাদের ট্রেন্ড কি জানতে হবে। ট্রেন্ড নিয়ে অন্যত্র আলোচনা করা হয়েছে। এখানেও কপি করে দিলাম।
ট্রেন্ড বা প্রবণতা
Trend
Trend
ট্রেন্ড হ'ল কোনও বাজারের বা সামগ্রীর দামের সামগ্রিক দিক। প্রযুক্তিগত বিশ্লেষণে আপট্রেন্ডের জন্য উচ্চতর সুইং হাই এবং উচ্চতর সুইং লো (higher high and higher low) তৈরি করে, বা ডাউন ডাউনট্রেন্ডের জন্য নিম্নতর সুইং লো এবং নিম্নতর সুইং হাইগুলি (lower low and lower high) তৈরি করে।
ট্রেন্ড বাজার বা সম্পদের মূল্যের উর্দ্ধমুখী বা নিম্নমুখী প্রবণতা। ট্রেন্ড স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে।
বলা হয়ে থাকে, Trend is your friend. ট্রেন্ডের অনুকূলেই বাই সেল করতে হয়। সুদের হার, কারেন্সি মার্কেট, মূলধন সব মার্কেটেই ট্রেন্ড বিদ্যমান।
নিচের চিত্রে ট্রেন্ড
Video
এটা একটা আপট্রেন্ডের উদাহরন। মূল্য ১৮.১৬ যেয়ে আবার পিছনে ফিরে এসেছে বা ট্রেন্ডের বিপরীতে চলতে শুরু করে।। এই পিছনে ফিরে আসাকেই বলে রিট্রেসমেন্ট। কতটুকু রিট্রেসমেন্ট হলো সেটা মাপি রিট্রেসমেন্ট টুল দিয়ে। ফাইবো ৩৮.২% রিট্রেসমেন্টের পরে মূল্য আবার ট্রেন্ড ফলো করে ও চলতে শুরু করে। আবার তার আগের ট্রেন্ড ফলো করাকেই বলে পুলব্যাক। আমরা এই পুলব্যাক মাপতে পারি ফাইবোনেসি এক্সটেনশন টুলস দিয়ে।
তাহলে এই দাঁড়ালো যে রিট্রেসমেন্ট ও পুলব্যাক মাপতে আমরা যথাক্রমে রিট্রেসমেন্ট ও এক্সটেনশন টুল ব্যবহার করব।
এখানে এক নজরে দেখে নিন কতটুকু রিট্রেসমেন্টে কতটুকু পুলব্যাক। যদিও এই টেবিলটা নিচে দেয়া আছে। এখানে বিষয়ের পরিপূর্ণতার জন্য আবার দিলাম।
ফাইবোনেসি রিট্রেসমেন্ট ভাল কাজ করে যখন মার্কেট ট্রেন্ডিং অবস্থায় থাকে।
ফাইবোনেচির ব্যবহার বহুবিধ। আমরা এখানে শুধু Fibonacci retrachment, Fibonacci Extension ট্রেডিং নিয়েই আলোচনা করব।
ফাইবোনেচির ব্যবহার বহুবিধ। আমরা এখানে শুধু Fibonacci retrachment, Fibonacci Extension ট্রেডিং নিয়েই আলোচনা করব।
শুরুর আগেই আমরা কিছু পুরাতন বিষয় ঝালাই করে নেই।
ফাইবোনেসি রিট্রেসমেন্ট লেভেল
: 0.236, 0.382, 0.500, 0.618, 0.786.
সাপোর্ট ও রেজিস্ট্যান্স
Support and resistance
সাপোর্টঃ এই স্তরের নিচে বিক্রেতারা আর বিক্রী করতে চায় না।
রেজিস্ট্যান্সঃ যে স্তরে ক্রেতারা আর কিনতে চায় না।
সুইং হাই ও সুইং লো
Swing high and Swing low
সুইং হাইঃ যে ক্যান্ডেলস্টিক একটা হাই তৈরি করে এবং উভয় পার্শে দুইটি করে লোয়ার হাই ক্যান্ডেলস্টিক থাকে।
সুইং লোঃ যে ক্যান্ডেলস্টিক একটি লো তৈরি করে এবং উভয় পার্শে দুইটি করে হাইয়ার লো ক্যান্ডেলস্টিক থাকে।
ফাইবোনেচি সাপোর্ট / রেজিস্ট্যান্স ও রিট্রেসমেন্ট লেভেল
Fibonacci Retracement Levels
ফাইবোনেসি সাপোর্ট/ রেজিস্ট্যান্স লেভেল সমান্তরাল রেখা।
Fibonacci Retracement Levels
ফাইবোনেসি সাপোর্ট/ রেজিস্ট্যান্স লেভেল সমান্তরাল রেখা।
ফাইবোনেসি রিট্রেসমেন্ট আমাদের সাকসেসের উচ্চ সম্ভাবনা দেয় কিন্তু সব সময় কাজ করে না।রেঞ্জ বাউন্ড বা সাইডওয়ে মার্কেটে ভুল সিগন্যাল দেয় যেমন মুভিং এভারেজ দিয়ে থাকে।
ফাইবোনেচি রিট্রেসমেন্ট লেভেল অনুসন্ধান করতে সাম্প্রতিক সুইং হাই ও সুইং লো বের করতে হবে। ডাউনট্রেন্ডের ক্ষেত্রে সুইং হাইতে ক্লিক করে সুইং লো পর্যন্ত টেনে আনুন। আর আপট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো তে ক্লিক করে সুইং হাই পর্যন্ত টেনে নিতে হবে। ফাইবোনেসি রিট্রেসমেন্ট আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বের করতে সহায়তা করে।
ফাইবোনেচি রিট্রেসমেন্ট লেভেল অনুসন্ধান করতে সাম্প্রতিক সুইং হাই ও সুইং লো বের করতে হবে। ডাউনট্রেন্ডের ক্ষেত্রে সুইং হাইতে ক্লিক করে সুইং লো পর্যন্ত টেনে আনুন। আর আপট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো তে ক্লিক করে সুইং হাই পর্যন্ত টেনে নিতে হবে। ফাইবোনেসি রিট্রেসমেন্ট আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বের করতে সহায়তা করে।
কিভাবে ফাইবোনেসি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব?
১। ট্রেন্ড শনাক্ত করুন।
২। ফাইবোনেসি রিট্রেসমেন্ট টুল উপরে ধরুন। ডাইনে টানুন, এই অবস্থায় রেখে বটম পর্যন্ত টেনে নিন।
৩। ০.২৩৬, ০.৩৮২ ও ০.৬৮১ এই পয়েন্টগুলি পর্যবেক্ষণ করুন।
How to draw Fibonacci Retracement
ফাইবোনেসি রিট্রেসমেন্ট টানা
আমিব্রোকারে ফাইবোনেসি রিট্রেসমেন্ট টুল
Fibonacci Extension and how to Fibonacci Extension
ফাইবোনেসি এক্সটেনশন ও কিভাবে ফাইবোনেসি এক্সটেনশন টানা যায়
ফিবোনাচি এক্সটেনশন হল সাপোর্ট বা রেজিস্ট্যান্সের অনুমানিত এলাকাগুলি খুঁজে বের করার একটি উপায় যখন মূল্য এমন একটি এলাকায় চলে যায় যেখানে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের অন্যান্য পদ্ধতিগুলি প্রযোজ্য বা স্পষ্ট নয়। দাম যদি একটি এক্সটেনশন লেভেলের মধ্য দিয়ে চলে যায়, তাহলে এটি পরের দিকে যেতে পারে।
ট্রেডিং ভিউতে (আমারস্টক, স্টকবাংলা, লঙ্কা বাংলা)...
আপ ট্রেন্ড (Up trend)
আপ ট্রেন্ডে সুইং
এখানে ফেডারেল ইন্সিউরেন্সের (FEDERALINS) সুইং হাই 18.27 থেকে 1.24 পর্যন্ত ফাইবো টানি। কয়েকটি স্তরে ট্রেডাররা পুনরায় বাই করার জন্য অপেক্ষা করবে, প্রধান দুইটি স্তর ফাইবো 38.2% ও ফাইবো 61.8%। হ্যাঁ প্রাইস আবার ৩৮.২% নেমে উপরে উঠে গেল।
ডাউন ট্রেন্ড (Down trend)
vi fibo extension ki por a diben?
ReplyDeleteউপরে ট্রেন্ড বা প্রবণতা থেকে আবার পড়ুন। আপডেট করেছি।
Deleteউপরে ট্রেন্ড বা প্রবণতা থেকে আবার পড়ুন। আপডেট করেছি।
ReplyDelete