Pages

Sunday 26 November 2017

Volume

ভল্যুম


ভল্যুম,  কোন পণ্য কোন নির্দ্দিষ্ট সময়ে কি পরিমান বিক্রয় করা হয়েছে। ভল্যুম খুবই শক্তিশালি কিন্তু সহজ একটা ইন্ডিকেটর। কিন্তু ট্রেডার ও ইনভেস্টররা বেশিরভাগ সময়ই এই ইন্ডিকেটরের গুরুত্ত্ব দেয় না। আবার খুব কম ট্রেডার / ইনভেস্টর লাভ ও ঝুঁকির ব্যবস্থাপনায় ভল্যুম ব্যবহার করে থাকে।

ভল্যুম ও মার্কেট
সাধারণতঃ উঠতি মার্কেটে ভল্যুম বাড়তে থাকে ও পড়তি মার্কেটে ভল্যুম কমতে থাকে। উঠতি বাজারে পড়তি ভল্যুম বিয়ারিস রিভার্সালের লক্ষন। আর পড়তি বাজারে উঠতি ভল্যুম বুলিশ রিভার্সালের লক্ষন।

ছবি (ভল্যুম এফেক্ট)

রাইজিং ভল্যুম





ডিক্রিজিং ভল্যুম



সঠিক ও ভাল ফল পেতে ভল্যুম অন্যান্য ইন্ডিকেটরের সঙ্গে ব্যবহার করতে হয়।

ভলুম ইন্ডিকেটরগুলি
Volume Indicators

Accumulation/Distribution Line

মার্ক চাইকিনের প্রবর্তিত আর একটা ইন্ডিকেটর। তিনি ভলুমের উপর নির্ভর করে সিকুরিটিতে অর্থের প্রবাহ পরিমাপ করতে এই ইন্ডিকেটরটি তৈরি করেন। চাইকিন ক্রমবর্ধিত মানি ফ্লো ইন্ডিকেটর হিসাবেই তৈরি করেন। ইন্ডিকেটরের  ডাইভার্জেন্স থেকে চার্টিস্টরা ট্রেন্ড বা রিভার্সাল বুঝতে পারে।


Money Flow Multiplier টা +1 ও -1 এর মধ্যে উঠা নামা করে। প্রাইস যদি ক্যান্ডেলের উপরের অর্ধেকে ক্লোজ হয় তবে মাল্টিপ্লাইয়ার পজিটিভ  আর নিচে ক্লোজ হলে নেগেটিভ। ক্রয়ের চাপ বেশি দেখাবে যদি মাল্টিপ্লাইয়ার পজিটিভ হয় আর এর বিপরীত অবস্থা হলে বিক্রয়ের চাপ বেশি দেখাবে। এইটাই মুল বিষয়।

ব্যবহার
ইন্ডিকেটরটি পজিটিভ হলে ক্রয় চাপ আর নেগেটিভ হলে বিক্রয় চাপ। আবার প্রাইস হাই কিন্তু ইন্ডিকেটর ডাউন হলে সিকিউরিটির অন্তর্নিহিত সেল প্রেশার বুঝায়, তেমনি প্রাইস ডাউন কিন্তু ইন্ডিকেটর  আপ হলে সিকিউরিটির অন্তর্নিহিত বাই প্রাশার বুঝায়।

ট্রেন্ড কনফার্মেশন
Trend Confirmation

Accumulation Distribution Line প্রাইস ট্রেন্ডকে সুনিশ্চিত করে।


ডাইভার্জেন্স
এখানে ডাইভার্জেন্সের অর্থ 

প্রাইস যখন ডাউন আর Acc/Dist লাইন উপরে, তার অর্থ Accumulation বাড়ছে। প্রাইস ও বাড়বে।




প্রাইস আপ আর Acc/Dist লাইন ডাউন, তার অর্থ Distribution বাড়ছে।  সামনের দিনগুলি ডাউন।



অন ব্যালান্স ভলুম
On Balance Volume

 বাই ও সেল প্রেশার পরিমাপক একটা ইন্ডিকেটর। জো গ্রানভিল এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। অন ব্যালান্স ভলুম একটা কিউমুলেটিভ ইন্ডিকেটর।

প্রাইস যদি কমে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম হাই বা আগের অবস্থান ধরে থাকে তবে বলা যায় প্রাইস বাড়বে।  আবার প্রাইস যদি বাড়ে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম কমে তবে বলা যায় প্রাইস কমবে।

Sunday 12 November 2017

HARMONIC PATTERN

হারমোনিক প্যাটার্ন


Videos
Harmonic Pattern Intro

Harmonic ratios in ABCD

Comparison of Harmonic ratios in ABCD and XABCD

Harmonic Patterns in details (identification, targets and trading)


Cheat Sheet for Identification and targets



ভূমিকাঃ হারমোনিক প্যাটার্নগুলি খুবই সুবিন্যস্ত ট্রেডিং প্যাটার্ন। ফাইন্যান্সিয়াল মার্কেটে প্যাটার্নগুলি খুবই সঠিক প্রেডিকশন করতে পারে।

প্যাটার্নের পরস্পরের মধ্যে দৃঢ় ফাইবো সম্পর্ক বিদ্যমান থাকে। এটাই সঠিক প্রেডিকশনের পুর্বশর্ত।

গত দশকে ডজন খানেক হারমোনিক প্যাটার্ন আবিস্কার হয়েছে। কিন্তু সব হারমোনিক প্যাটার্নই মুলতঃ ABCD প্যাটার্নের উপর নির্ভরশীল।

এখানে আমরা ABCD প্যাটার্ন নিয়েই আলোচনা করব। এর ট্রেডিং পদ্ধতিও। পরে হারমোনিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব।

নিচে দেখানো হলো কতটা রিট্রেসমেন্টে কতটা প্রজেকশন হয়। এই টেবিলটা জানা থাকলে আমাদের হারমোনিক প্যাটার্নের ট্রেড সহজ হবে।

Retracements:
Projections:
0.382
1.13
0.50
1.272
0.618
1.618
0.786
2.00
0.886
2.618
1.00
3.14
3.618















The ABCD Pattern

​AB, BC ও CD লেগের সমন্বয়ে ABCD প্যাটার্ন।




CD লেগ সাধারণতঃ AB লেগের সমান হয়ে থাকে। এই প্যাটার্নকে AB=CD প্যাটার্ন ও বলে। যদি AB = CD না হয়ে CD বর্ধিতও হয় তাহলেও ​এটা বৈধ ABCD প্যাটার্ন। ABCD প্যাটার্ন মোটামুটি সিমেট্রিক্যাল কিন্ত একেবারে টায় টায় মিলতে হবে এমন নয়।

সম্ভাব্য C থেকে রিট্রেসমেন্ট ও তার BC প্রজেকশন টেবিল।

Point C retracement of the AB leg
BC projection
0.382
2.618
0.50
2.00
0.618
1.618
0.786
1.272
0.886
1.13
CD লেগ সাধারণতঃ AB এর সমান হয়ে থাকে যেন AB = CD. কিন্তু যখন CD লেগ বর্ধিত হয় তখন সাধারণতঃ 1.272 x AB বা 1.618 x AB হয়ে থাকে। মনে রাখতে হবে প্রাইস সব সময় যে এই নিয়ম মেনে চলে তা নয়। কিন্তু কম বা বেশি এর কাছাকাছি থাকে।