Pages

Sunday 26 November 2017

Volume

ভল্যুম


ভল্যুম,  কোন পণ্য কোন নির্দ্দিষ্ট সময়ে কি পরিমান বিক্রয় করা হয়েছে। ভল্যুম খুবই শক্তিশালি কিন্তু সহজ একটা ইন্ডিকেটর। কিন্তু ট্রেডার ও ইনভেস্টররা বেশিরভাগ সময়ই এই ইন্ডিকেটরের গুরুত্ত্ব দেয় না। আবার খুব কম ট্রেডার / ইনভেস্টর লাভ ও ঝুঁকির ব্যবস্থাপনায় ভল্যুম ব্যবহার করে থাকে।

ভল্যুম ও মার্কেট
সাধারণতঃ উঠতি মার্কেটে ভল্যুম বাড়তে থাকে ও পড়তি মার্কেটে ভল্যুম কমতে থাকে। উঠতি বাজারে পড়তি ভল্যুম বিয়ারিস রিভার্সালের লক্ষন। আর পড়তি বাজারে উঠতি ভল্যুম বুলিশ রিভার্সালের লক্ষন।

ছবি (ভল্যুম এফেক্ট)

রাইজিং ভল্যুম





ডিক্রিজিং ভল্যুম



সঠিক ও ভাল ফল পেতে ভল্যুম অন্যান্য ইন্ডিকেটরের সঙ্গে ব্যবহার করতে হয়।

ভলুম ইন্ডিকেটরগুলি
Volume Indicators

Accumulation/Distribution Line

মার্ক চাইকিনের প্রবর্তিত আর একটা ইন্ডিকেটর। তিনি ভলুমের উপর নির্ভর করে সিকুরিটিতে অর্থের প্রবাহ পরিমাপ করতে এই ইন্ডিকেটরটি তৈরি করেন। চাইকিন ক্রমবর্ধিত মানি ফ্লো ইন্ডিকেটর হিসাবেই তৈরি করেন। ইন্ডিকেটরের  ডাইভার্জেন্স থেকে চার্টিস্টরা ট্রেন্ড বা রিভার্সাল বুঝতে পারে।


Money Flow Multiplier টা +1 ও -1 এর মধ্যে উঠা নামা করে। প্রাইস যদি ক্যান্ডেলের উপরের অর্ধেকে ক্লোজ হয় তবে মাল্টিপ্লাইয়ার পজিটিভ  আর নিচে ক্লোজ হলে নেগেটিভ। ক্রয়ের চাপ বেশি দেখাবে যদি মাল্টিপ্লাইয়ার পজিটিভ হয় আর এর বিপরীত অবস্থা হলে বিক্রয়ের চাপ বেশি দেখাবে। এইটাই মুল বিষয়।

ব্যবহার
ইন্ডিকেটরটি পজিটিভ হলে ক্রয় চাপ আর নেগেটিভ হলে বিক্রয় চাপ। আবার প্রাইস হাই কিন্তু ইন্ডিকেটর ডাউন হলে সিকিউরিটির অন্তর্নিহিত সেল প্রেশার বুঝায়, তেমনি প্রাইস ডাউন কিন্তু ইন্ডিকেটর  আপ হলে সিকিউরিটির অন্তর্নিহিত বাই প্রাশার বুঝায়।

ট্রেন্ড কনফার্মেশন
Trend Confirmation

Accumulation Distribution Line প্রাইস ট্রেন্ডকে সুনিশ্চিত করে।


ডাইভার্জেন্স
এখানে ডাইভার্জেন্সের অর্থ 

প্রাইস যখন ডাউন আর Acc/Dist লাইন উপরে, তার অর্থ Accumulation বাড়ছে। প্রাইস ও বাড়বে।




প্রাইস আপ আর Acc/Dist লাইন ডাউন, তার অর্থ Distribution বাড়ছে।  সামনের দিনগুলি ডাউন।



অন ব্যালান্স ভলুম
On Balance Volume

 বাই ও সেল প্রেশার পরিমাপক একটা ইন্ডিকেটর। জো গ্রানভিল এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। অন ব্যালান্স ভলুম একটা কিউমুলেটিভ ইন্ডিকেটর।

প্রাইস যদি কমে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম হাই বা আগের অবস্থান ধরে থাকে তবে বলা যায় প্রাইস বাড়বে।  আবার প্রাইস যদি বাড়ে বা একই থাকে কিন্তু অন ব্যালান্স ভলুম কমে তবে বলা যায় প্রাইস কমবে।

3 comments:

  1. খুব সুন্দর সহজ এবং শিক্ষণীয়। ধন্যবাদ

    ReplyDelete
  2. খুব সুন্দর করে তুলে ধরার জন্য অাপনাকে অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete