চার্ট প্যাটার্ন
চার্ট
স্বল্প বা দীর্ঘ সময়ব্যাপী উপাত্তের গ্রাফিক্যাল উপস্থাপনই চার্ট।
স্টক বা ফোরেক্স মার্কেটে চার্ট বলব কোন শেয়ার বা কারেন্সী পেয়ারের কোন সময়ব্যাপী মূল্যের পরিবর্তনের গ্রাফ।
নিচে হেইডেলবার্গ সিমেন্টের এক বৎসরের চার্ট। এখানে শেয়ারটা ৫২০ টাকা থেকে ৩৮২ টাকায় নেমে আসে।

চার্ট
স্বল্প বা দীর্ঘ সময়ব্যাপী উপাত্তের গ্রাফিক্যাল উপস্থাপনই চার্ট।
স্টক বা ফোরেক্স মার্কেটে চার্ট বলব কোন শেয়ার বা কারেন্সী পেয়ারের কোন সময়ব্যাপী মূল্যের পরিবর্তনের গ্রাফ।
নিচে হেইডেলবার্গ সিমেন্টের এক বৎসরের চার্ট। এখানে শেয়ারটা ৫২০ টাকা থেকে ৩৮২ টাকায় নেমে আসে।

প্যাটার্ন কি?
কেন মূল্য উঠা নামা করে?
বেচাকেনায় লক্ষ লক্ষ অংশ গ্রহনকারীর মানসিক আচরনগুলি চার্টে প্রতিফলিত হয়। লোভ, ভয়, ট্যাক্স আরোপ, ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ইত্যাদি ছাড়াও অনেক উপাদান ট্রেডারদের ক্রয় বিক্রয়ের উপর প্রভাব ফেলে। ফলে মূল্য কখনো সমান্তরাল সরলরেখায় চলে না। কখনো উপরে কখনো নিচে চলতে থাকে। চাহিদা ও সরবরাহের ঘাটতি ও প্রাচুর্য দেখা দেয়। মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটে। ট্রেডারদের বিচ্ছিন্ন মানসিক অবস্থার কোন কোনটা কখনো প্রাধান্য পায়। ফলে চার্ট বিভিন্ন অবয়ব (প্যাটার্ন) ধারন করে।
প্যাটার্ন কিভাবে কাজ করে?
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। টেকনিক্যাল এনালিস্টরা বহু বৎসরের চার্ট নিয়ে দেখেছেন প্যাটার্নের পুনারাবৃত্তি ঘটে। একই ধরনের প্যাটার্ন একই ধরনের আচরন করে থাকে। যদিও এই ধারনা সব সময় সঠিক না। ১০০% সঠিক ফল লাভ না হলেও কাছা কাছি থাকে।
এখানে ABCD প্যাটার্নের একটা চার্ট দেয়া হলো।
কেন মূল্য উঠা নামা করে?
বেচাকেনায় লক্ষ লক্ষ অংশ গ্রহনকারীর মানসিক আচরনগুলি চার্টে প্রতিফলিত হয়। লোভ, ভয়, ট্যাক্স আরোপ, ফান্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস ইত্যাদি ছাড়াও অনেক উপাদান ট্রেডারদের ক্রয় বিক্রয়ের উপর প্রভাব ফেলে। ফলে মূল্য কখনো সমান্তরাল সরলরেখায় চলে না। কখনো উপরে কখনো নিচে চলতে থাকে। চাহিদা ও সরবরাহের ঘাটতি ও প্রাচুর্য দেখা দেয়। মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটে। ট্রেডারদের বিচ্ছিন্ন মানসিক অবস্থার কোন কোনটা কখনো প্রাধান্য পায়। ফলে চার্ট বিভিন্ন অবয়ব (প্যাটার্ন) ধারন করে।
প্যাটার্ন কিভাবে কাজ করে?
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। টেকনিক্যাল এনালিস্টরা বহু বৎসরের চার্ট নিয়ে দেখেছেন প্যাটার্নের পুনারাবৃত্তি ঘটে। একই ধরনের প্যাটার্ন একই ধরনের আচরন করে থাকে। যদিও এই ধারনা সব সময় সঠিক না। ১০০% সঠিক ফল লাভ না হলেও কাছা কাছি থাকে।
এখানে ABCD প্যাটার্নের একটা চার্ট দেয়া হলো।

এক নজরে সব সময়ে ব্যবহৃত প্যাটার্ন
এই প্যাটার্নগুলি আমরা পরবর্তিতে আলোচনা করব।
Video
No comments:
Post a Comment