Pages

Tuesday 25 April 2017

Stochastic Oscillator

স্টোকাস্টিক অসিলেটর

জর্জ সি লেন এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। এই অসিলেটরটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর। জর্জ সি লেনের মতে, এই অসিলেটরটি প্রাইস বা ভলুম কোনটাই অনুসরন করেনা, প্রাইসের মোমেন্টাম অনুসরন করে। আর তাই প্রাইসের আগেই মোমেন্টাম পরিবর্তন হয়।  আর তাই খুব সহজে রিভার্সাল বুঝা যায়। ওভারবট, ওভারসোল্ড সহজে শনাক্ত করতে পারে।

ফরমুলা ও ক্যাল্কুলেশন
Formula and Calculation

%K = (Current Close - Lowest Low)/(Highest High - Lowest Low) * 100
%D = 3-day SMA of %K

Lowest Low = lowest low for the look-back period
Highest High = highest high for the look-back period
%K is multiplied by 100 to move the decimal point two places

সেটিং
ডিফল্ট সেটিং ১৪ পিরিয়ড। D% K% এর তিন দিনের সাধারন মুভিং এভারেজ K% এর পাশাপাশি থাকে ও ক্রস ওভার সেল বা বাই সিগন্যাল দেয়।

ওভারবট ও ওভারসোল্ড লেভেল
খুব সহজে ওভারবট ও ওভারসোল্ড লেভেল শনাক্ত করা যায়। 80  ওভারবট, 20 ওভারসোল্ড। নিচে অলিম্পিকের ওভারবট, ওভারসোল্ড ও বাই / সেল সিগ্ন্যাল দেখানো হলো।



ডাইভার্জেন্স





No comments:

Post a Comment