Pages

Tuesday 25 April 2017

Williams %R

উইলিয়ামস %আর

এই মোমেন্টাম ইন্ডিকেটরটি Larry Williams প্রবর্তন করেন। অসিলেটরটা 0 থেকে -100  এর মধ্যে উঠা নামা করে। 0 থেক -20 ওভার বট, -80 থেকে -100 ওভারসোল্ড।

ফর্মুলা ও ক্যালকুলেশন
%R = (Highest High = Close)/(Highest High - Lowest Low) * -100

Lowest Low = Lowest Low for the look-back period
Highest High = highest high for the look-back period
%R is multiplied by -100 correct the inversion and move the decimal.

সেটিং
ডিফল্ট সেটিং ১৪ বার (পিরিয়ড,যে কোন টাইম ফ্রেম)।

ব্যবহার
মাইনাস ৫০ সেন্টার লাইন একটা গুরুত্বপুর্ন লাইন। লাইনের উপরে বা নিচে গেলে বুঝতে হবে মাঠ এখন বুল না বিয়ারের দখলে।

ওভারবট / ওভারসোল্ড
Williams %R 0 থেকে -100 এর মাঝে আপ ডাউন করে। -20 ওভারসোল্ড -80 ওভারবট।
ওভারবট হলেই যে বিয়ারিস হবে তেমন নয়। সিকুরিটি যখন খুবই বুলিস থাকে তখন অনেক দিন ওভারসোল্ড লেভেলই দেখাতে পারে।


এখানে লঙ্কা বাংলা সিকিউরিটিতে Williams %R নিয়মিত ওভারবট ও ওভারসোল্ড লেভেল হিট করছে। ওভার বট বা ওভারসোল্ড লেভেল টাচ করার পরেই -50 লাইন অতিক্রম করে বিপরীত ট্রেন্ডে প্রত্যাবর্তন।

No comments:

Post a Comment