Pages

Saturday 22 April 2017

Commodity Channel Index

কমোডিটি চ্যানেল ইন্ডেক্স, সিসিআই
Video 


১৯৮০ সালে Donald Lambert এই ইন্ডিকেটরটি প্রবর্তন করেন। লংটার্ম ট্রেন্ডের শুরু এই ইন্ডিকেটরটির সাহায্যে বেশ সহজ ভাবেই শনাক্ত করা যায়। সাইক্লিক মুভমেন্টে ট্রেড করার খুবই সহজ একটা ইন্ডিকেটর। কোন কোন ক্ষেত্রে ওভারবট বা ওয়ারসোল্ড অবস্থাও নিরূপন করতে এই ইন্ডিকেটরটির ব্যবহার আছে।


ফর্মুলা ও ক্যালকুলেশন
(ফরমুলা ও ক্যালকুলেশন রেফারেন্স হিসবে দেয়া, স্কিপ করতে পারেন)

CCI = (Typical Price - 20 period  SM of TP) / (0.015 x Mean Deviaton)

Typical Price (TP) = (High + Low + Close)/3
Constant =0.015

ক্যালকুলেশন হয় চার ধাপে,

প্রথম ধাপঃ টাইপিক্যাল পিরিয়ডের গড় প্রতিটা পিরিয়ডের টাইপিক্যাল প্রাইস থেকে বিয়োগ করতে হবে।
দ্বিতীয় ধাপঃ এই সংখ্যাগুলির absolute মান নিন।
তৃতীয় ধাপঃ Absolute ভ্যালুগুলি যোগ করুন।
চতুর্থ ধাপঃ পিরিয়ডের মোট সংখ্যা দিয়ে ভাগ করুন।

CCI  সমসাময়িক ও লিডিং ইন্ডিকেটর হিসাবেও কাজ করে। + 100 আপট্রেন্ড ও - 100 ডাউনট্রেন্ড  নির্দেশ করে।
লিডিং ইন্ডিকেটর - ওভারবট ওভারসোল্ড ছাড়াও ডাইভার্জেন্সের ট্রেন্ডের পরিবর্তন জানা যায়।

নতুন ট্রেন্ডের সুচনা,
ওসিলেটরটা সাধারণত +100 ও -100 এর মাঝে উঠানামা করে। এই রেঞ্জের বাইরে গেলে নতুন ট্রেন্ডের সূচনা ইংগিত করে। জিরো লাইন নির্ভরযোগ্য না। এখানে খুব বেশি আপ ডাউন করে।



ওভারবট ও ওভার সোল্ড
CCI এর কোন উর্ধ্ব বা নিম্ন সীমা নাই।  তাই ওভারবট বা ওভারসোল্ড নির্ণয় করা বেশ কঠিন। ওভারবট বা ওভার সোল্ড হওয়ার পরেও সিসিআই উপরের দিকে বা নিচের দিকে চলতে পারে। উপরে বেক্সিমকো ফার্মায় CCI এর মান 300+.

ডাইভার্জেন্স

বুলিস ডাইভার্জেন্স
ইসলামি ব্যাংক এপ্রিল-মে মাসে প্রাইস লোয়ার লো তৈরি করে, সিসিআই তখন হাইয়ার লো তৈরি করে।


বিয়ারিস ডাইভার্জেন্স
এপ্রিল মাসে প্রাইস যখন হাইয়ার হাই তৈরি করে সিসিআই তখন লোয়ার হাই তৈরি করে।


সাইক্লিক ট্রেন্ড
অলিম্পিকের উইকলি চার্ট। প্রাইস এখানে সমান্তরাল চ্যানেল অনুসরন করছে। CCI এখানে বেশ নিখুঁত ভাবেই বাই ও সেল পয়েন্টগুলি শনাক্ত করতে পেরেছে।



No comments:

Post a Comment