Pages

Wednesday, 23 December 2015

Tom Demark's Trendline BO System


টম ডুমার্কের ট্রেন্ডলাইন ব্রেক আউট সিস্টেম
(আমরা এখানে মুলতঃ ট্রেন্ড লাইন ব্রেক আউট সিস্টেম আলোচনা করব)
ট্রেন্ড লাইন ব্রেক করলে সাধারণতঃ মুল্য যে দিকে ব্রেক করে ঐদিকে নামতে বা উঠতে থাকে। কতটুকু নামবে টম ডুমার্ক নিচের পদ্ধতিতে দেখিয়েছেন।
প্রথমে ট্রেন্ড লাইন অঙ্কন করি।
এবার ট্রেন্ড লাইন পর্যন্ত সর্বোচ্চ দৈর্ঘ নিরুপন করি, AB ।
এই দৈর্ঘই কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে, CD।

ডেমোনেস্ট্রেশন (Demonstration)
বাস্তব উদাহরন হিসাবে Delta Brac Housing (DBH) ট্রেড করতে পারি (ডেমো)।  চার্টটা ব্রেক আউটের অপেক্ষায়।
এখানে ট্রেন্ড লাইনের সঙ্গে মুল্যের সর্বোচ্চ দুরত্ব AB, মুল্য যেখানে ট্রেন্ড লাইনের সঙ্গে মিলিত হয়েছে সেইটা C. C এর সঙ্গে AB সমান দুরত্ব যোগ করি। CD বা ১৩৮ কাংক্ষিত প্রফিট টার্গেট।

(এই সংগে Bearish Flip অংশটুকুও পড়ুন)।


No comments:

Post a Comment