Pages

Friday 18 December 2015

Bearish Patterns

LONG BLACK / RED LINE
বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দুরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।


HANGING MAN 

হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 


DARK CLOUD COVER
ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।

BEARISH ENGULFING
বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পুর্ন আবৃত। ভবিষ্যত বিয়ারিস ট্রেন্ডের সুচনা হতে পারে।

EVENING STAR

ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপটারন্ডের শেষ বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।

BEARISH DOJI STAR
ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।
ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 



SHOOTING STAR
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সুচনা করে।

No comments:

Post a Comment