Pages

Thursday 7 May 2015

Bullish Kicker

বুলিশ কিকার
Bullish Kicker

ছবিতে যেমনটি আছে,
১) প্রথম ক্যান্ডেলটা হবে বিয়ারিস ক্যান্ডেল;
২)  তারপর কিছুটা গ্যাপ দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল;
৩) এই বুলিশ ক্যান্ডেলটা কখনো পিছনে ফিরে আসবেনা বা এর কোন শ্যাডো বা ফিতা থাকতে পারবে না।

কোন বিয়ারিস বটম থেকে বাউন্স করে তা কিন্তু নয় বা সেই শর্ত জরুরী নয়। দিন শেষে কোন নিউজ রাতারাতি বিনিয়োগকারিদের মনোভাব পরিবর্তন করে ফেলে, তখনি এটা ঘটে।এই গ্যাপটাই বুলিশ স্ট্রেংথ কতটা শক্তিশালি তার নির্দেশক।
কিভাবে ট্রেড করবেন?
বুলিস কিকার কোন টার্গেট নির্দিশক নয়। শুধু মাত্র বুলিশ অবস্থার নির্দেশ করে। অন্যান্য প্যাটার্ন বা ইন্ডিকেটরের সহযোগে প্রফিট টার্গেট নির্নয় করতে হয়।


উদাহরনঃ

No comments:

Post a Comment