Pages

Friday 8 May 2015

Bearish Flip

বিয়ারিস ফ্লিপ
Bearish Flip
(বিয়ারিস ফ্লিপ টম ডুমার্কের কাউন্টডাউন সিস্টেমের একটা অংশ)।
বিয়ারিস অবস্থা থেকে হঠাত বুলিশ অবস্থায় উত্তরন। এর জন্য কিছু শর্ত আছে।
১। একটা বুলিশ ক্যান্ডেল-ক্লোজ পুর্ববর্তি ৪টা ক্যান্ডেল ক্লোজ থেকে উপরে;
২। বুলিশ ক্যান্ডেলের পুর্ববর্তি ক্যান্ডেল-ক্লোজ তার আগের ৪টা ক্যান্ডেল ক্লোজ অপেক্ষা নিচে;
৩। এই ক্যান্ডেল-ক্লোজ আবার বুলিশ ক্যান্ডে্ল-ওপেনের সমান বা নিচে।
      (যেই ক্যান্ডেলটা বিয়ারিস ফ্লিপ হবে সেটা অবশ্যই গ্রীন, এর ওপেন ধরি ৫০টাকা।
        এই ক্যান্ডেলের ইমিডিয়েট আগের ক্যান্ডেলের ক্লোজ ৫০টাকা বা তার নিচে হতে হবে।)

চিত্রে UPGDCL এর বিয়ারিস ফ্লিপ দেখানো হলো।

এমারেল্ড ওয়েলের বিয়ারিস ফ্লিপ
এমারেল্ড ওয়েলের বিয়ারিস ফ্লিপ
প্রাইস টার্গেট নিরূপন ও ট্রেডিং

এই প্যাটার্নগুলি এক্সট্রিমলি বুলিশ। কিন্তু ট্রেডিং পদ্ধতি খুব জটিল। কম্পিউটারের সাহায্য ছাড়া হিসাব নিকাশ খুবই কঠিন। তাই আমি এখানে একটা বুলিশ অবস্থার সুযোগ কিভাবে গ্রহন করব শুধু সেইটুকুই আলোচনা করব।
একক ইন্ডিকেটর কখনো বাই সেল নির্দেশনা দেয় না। অবশ্যই অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে।
আমরা দ্বিতীয় ক্যান্ডেলে বাই দিব ও অন্য যে প্যাটার্ন ম্যাচ করে সেই অনুযায়ি টার্গেট নিরুপন করব।
টিপসঃ প্রতি কাররেকশনে সাধারণত ৪ থেকে ৯ টা গ্রীন ক্যান্ডেল পেতে পারি। এক নাগাড়ে উনিশটাও পেতে পারি। (এই হিসাবটা জটিল, তাই আগেই বলেছি শুধু বুলিশ অবস্থার সুযোগটুকুই আমার আলোচনার বিষয়বস্তু)।

বুলিস ফ্লিপ
Bullish Flip

বুলিস ফ্লিপ বিয়ার ফ্লিপের বিপরীত। বুলিস ফ্লিপ অবস্থায় ট্রেড ক্লোজ করাই উত্তম।



11 comments:

  1. Can we check the volume as consider to find this pattern?

    ReplyDelete
    Replies
    1. This is Tom Demark's formula.
      He did not talk about that. Here is the formula.
      Bearish TD Price Flip
      A Bearish TD Price Flip occurs when the market records a close greater than the
      close four bars earlier, immediately followed by a close less than the close four bars
      earlier.
      For further learning download this 'pdf': Tom Demark Sequential pdf
      Thanks.

      Delete
  2. Replies

    1. For further learning download this 'pdf': Tom Demark Sequential pdf
      Thanks.

      Delete
  3. পরিস্কার হতে পারলাম না মিজান ভাই

    ReplyDelete
  4. ধন্যবাদ স্যার

    ReplyDelete
  5. I was searching for bullish vs bearish. Thanks, admin, for sharing such wonderful content on this topic. Now I have got everything I need about it. Here’s another informative content Bullish vs Bearish Market. you may find here more information.

    ReplyDelete