Pages

Wednesday 6 May 2015

Double Close Key Reversal

ডাবল ক্লোজ কী রিভার্সাল।
Double close key reversal কোন চার্ট প্যাটার্ন নয়। ট্রেড সেট আপ। বুলিশ ও বিয়ারিস ট্রেড সেট আপ। আমরা এখানে বুলিশ সেট আপ নিয়েই আলোচনা করব। বিয়ারিস সেট আপ এর বিপরীত।

এই ধরনের ট্রেড সেট আপ কিভাবে চেনা যায়?

প্রাইস সাধারনতঃ  ওভার সোল্ড অবস্থায় থাকে। কথিত বারের ওপেন ও ক্লোজ তার আগের বারের ক্লোজ ও ওপেনের যথাক্রমে  নিচে ও উপরে থাকে।


এই সেট আপ কোন প্যাটার্নের অংশ হতে পারে।
এন্ট্রিঃ বার গঠনের পরে প্রাইস যেকোন দিকে যাইতে পারে। কয়েকটা বার কথিত রিভার্সাল বারের ক্লোজিং অবস্থানের থেকে নিচে নেমে আবার উপরে উপরে উঠে যাবে। তখন ক্লোজিং পয়েন্টের উপরে এন্ট্রি।
স্টপ লসঃ বারগুলি রিভার্সাল বারের ক্লোজিং পয়েন্টের নিচে সর্ব নিম্ন যেখানে নামে।
টার্গেটঃ প্যাটার্নের টার্গেট অনুযায়ি।

Price Action Trading
Confluence Trading
Candlestick + RSI





No comments:

Post a Comment