Pages

Thursday, 24 December 2015

Wedge


ডিসেন্ডিং ওয়েজ
Descending Wedge

নিচের চিত্রটি ত্রিভুজাকৃতির। প্রাইস উপরে ও নিচে দুইটা ট্রেন্ড লাইনের মধ্যে সীমাবদ্ধ। দুইটি রেখাই নিচের দিকে ঢালু (down sloping),  শেষের অংশ ক্রমে সরু হয়ে এসেছে। এমন একটা সঙ্কীর্ন অবস্থায় এসে দাঁড়ায় যে প্রাইস সেখানে আর   আবদ্ধ থাকতে পারে না। উভয় ট্রেন্ড লাইন যখন নিচের দিকে ঢালু হয় তাকে বলে ডিসেন্ডিং ওয়েজ বা ফলিং ওয়েজ। ফলিং ওয়েজ উপরের দিকেই ব্রেক আউট হয়।

অংকন ও শনাক্তকরণঃ
Identification
দুইটি সুইং হাই দিয়ে ট্রেন্ড লাইন আঁকুন যেন বাম দিকের পিক (peak) থেকে ডান দিকের পিক নিচু হয়।
এবার সাপোর্ট লাইন আঁকুন যেন বাম পাশের বটম থেকে ডান পাশের বটম নিচু।
ওয়েজটির উচ্চতা নিরূপণ করুন ও উচ্চতা পরিমাপক একটা রেখা আঁকুন।


ট্রেডিং ডিসেন্ডিং ওয়েজ
প্রাইস যেখানে ব্রেক আউট হয়েছে সেখানে বাই দিন।
স্টপ লসঃ সর্বশেষ সুইং লো।

প্রাইস টার্গেট নিরূপণ
ভুমি থেকে উপরের ট্রেন্ড লাইন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব, যেখানে ব্রেক আউট হয় সেখানে যোগ করতে হবে। (দূরত্ব আপনি আগেই এঁকে রেখেছেন)।


এসেন্ডিং ওয়েজ
Ascending Wedge
নিচের চিত্রটি ত্রিভুজাকৃতির। প্রাইস উপরে ও নিচে দুইটি ট্রেন্ড লাইনের মধ্যে সীমাবদ্ধ। শেষের অংশ ক্রমে সরু হয়ে এসেছে। এমন একটা সঙ্কীর্ণ অবস্থায় এসে দাঁড়ায় যে প্রাইস সেখানে আর  আবদ্ধ থাকতে পারে না। উভয় ট্রেন্ড লাইন যখন উপরের দিকে উঠে  তাকে বলে এসেন্ডিং ওয়েজ । এসেন্ডিং ওয়েজ নিচের দিকেই ব্রেক আউট হয়।

অংকন ও শনাক্তকরণঃ
Identification
দুইটি সুইং হাই দিয়ে ট্রেন্ড লাইন আঁকুন যেন বাম দিকের পিক (peak) থেকে ডান দিকের পিক উঁচু  হয়।
এবার সাপোর্ট লাইন আঁকুন যেন বাম পাশের বটম থেকে ডান পাশের বটম উঁচু।
ওয়েজটির উচ্চতা নিরূপণ করুন ও উচ্চতা পরিমাপক একটা রেখা আঁকুন।


ট্রেডিং এসেন্ডিং ওয়েজ
প্রাইস যেখানে ব্রেক ডাউন হয়েছে সেখানে  সেল দিন।
স্টপ লসঃ সর্বশেষ সুইং হাই।

প্রাইস টার্গেট নিরুপন
 উপর থেকে নিচের ট্রেন্ড লাইন পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব, যেখানে ব্রেক ডাউন হয়েছে সেখান থেকে বিয়োগ করতে হবে।
Video


ওয়েজ ট্রেডিং
ওয়েজের সফলতার সীমাবদ্ধতা আছে। সব সময় লক্ষ্য পর্যন্ত নাও যেতে পারে। বিভিন্ন রেজিস্ট্যান্স বা সাপোর্টে বাধা প্রাপ্ত হয়ে ফিরে আসতেও দেখা যায়। আবার কখনো টার্গেটের বাইরেও যায়।



No comments:

Post a Comment