Pages

Thursday, 24 December 2015

Pennant

পেনান্ট

পেনান্ট স্বল্পমেয়াদি কন্টিন্যুয়েশন প্যাটার্ন। পেনান্ট যখন ব্রেক আউট হয় তখন  আগের ট্রেন্ডকেই অনুসরন করে।
Video




শনাক্তকরণ
Identification

ট্রেন্ড
যেহেতু কন্টিন্যুয়েশন প্যাটার্ন, তাই বিদ্যমান ট্রেন্ড থাকতে হবে (বুলিস বা বিয়ারিস যাই হৌক না কেন)।

পোল
যেখান থেকে ট্রেন্ড শুরু সেখান থেকে পেনান্ট হাই (বুলিস ট্রেন্ডের ক্ষেত্রে) বা পেনান্ট লো পর্যন্ত (বিয়ারিসের ক্ষেত্রে)।

পেনান্ট
ছোট ট্র্যায়াংগেল যেখানে মূল্য কনসলিডেশন হয়।

ব্রেক
বুলিসের ক্ষেত্রে উপরে ব্রেক আউট হয় আর বিয়ারিসের ক্ষেত্রে নিচে ব্রেক আউট হয়।

 ভলুম
পোল তৈরির সময় হাই ভলুম থাকে।

ট্রেডিং
বিয়ারিস ট্রেন্ডের ক্ষেত্রে পেনান্টের নিচে যেখানে ব্রেক আউট হয়। তখন সেল। 
টার্গেট - ব্রেক আউট পয়েন্ট থেকে পোল ডিস্ট্যান্স বিয়োগ করতে হবে।
টার্গেট - লাস্ট সুইং হাই।

বুলিস ট্রেন্ডের ক্ষেত্রে পেনান্টের উপরে যেখানে ব্রেক আউট হয়। তখন বাই।
টার্গেট - ব্রেক আউট পয়েন্ট থেকে পোল ডিস্ট্যান্স যোগ করতে হবে।
স্টপ লস - লাস্ট সুইং লো।

No comments:

Post a Comment