Pages

Thursday 24 December 2015

Rounding Bottom

রাউন্ডিং বটম

এই প্যাটার্নের তলদেশ গোলাকার তাই রাউন্ডিং বটম নামকরণ করা হয়েছে। পারফেক্ট রাউন্ডিং হয় না। প্রাইস সাপোর্টে বিভিন্ন অবস্থান থেকে বাউন্স করার চেষ্টা করে। এই সাপোর্টগুলি একটা কাল্পনিক রিমের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তাই আমরা বলি রাউন্ডিং বটম।

ডবল বটম, ট্রিপল বটম ইত্যাদি একই সমতলে থাকে না। এই প্যাটার্নটার সাকসেস রেট অনেক বেশি।
লম্বা বা প্রশস্ত প্যাটার্ন দুইটাই ভাল করে। আরো ভাল প্রফিট দেয় যখন বটম ফ্লাট থাকা অবস্থায় ভলুমও বাড়তে থাকে।
বুল্কোভস্কি বলেন, কেউ যদি তার ইকুইটি ডবল করতে চান তবে তিনি যেন রাউন্ডিং বটম ট্রেড করেন। If you are looking for price to double, stick to RdBs(Rounding Bottoms) in a bull market.
Video



শনাক্তকরণঃ
Identification



মূল্যস্তর বক্র বা গোলাকৃতি তলদেশ সৃষ্টি করে। এটা কয়েক দিন থেকে কয়েক মাস হতে পারে। ভলুম একটা গামলা বা গম্বুজ আকৃতি ধারণ করে।



ট্রেডিং রাউন্ডিং বটম
ডান পাশের লিপ (বটম সংলগ্ন হাই) থেকে তলদেশ পর্যন্ত উচ্চতা মাপি।
ডান পাশ থেকে একটা ট্রেন্ড লাইন আঁকি। যেহেতু রাউন্ডিং বটম সম্পুর্ন রাউন্ডিং নয় তাই লিপ থেকে ভিতরে একটা সুইং হাই পাওয়া যাবে। লিপ থেকে সুইং হাইর উপর দিয়ে ট্রেন্ডিং লাইন পাওয়া যাবে। ট্রেন্ড লাইনটা বটমটা যেখানে ছেদ করেছে সেখানে বাই।
স্টপ লসঃ  ব্রেক আউট পয়েন্টের নিচের বটম।

টার্গেটঃ ব্রেক আউট পয়েন্টে উচ্চতা যোগ করুন।(মিনিমাম)।
কিন্তু বাস্তবতা হলো তার লাস্ট পিক অপেক্ষাও উপরে যায়।

8 comments: