সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল
Symmetric Triangle
Video
আমাদের বহুল পরিচিত একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। প্রাইস যখন বার বার উঠানামা করে কিন্তু আগের সুইং হাই ও লো থেকে পরবর্তি হাই ও লো ছোট থাকে এবং এক পর্যায়ে আর সুইং করেনা। মাথা ক্রমশঃ সরু হয়ে আসে। সুইং হাই ও লো থেকে একটা সিমেট্রিক ট্রায়াংগেল গঠন করা যায়।
সাধারনভাবে অনেকেই মনে করেন যে সিমেট্রিক ট্রায়াঙ্গেলের ব্রেক আউট চলমান ট্রেন্ডের দিকেই হয়। অর্থাৎ বুলিস ট্রেন্ডে উপরের দিকে ও বিয়ারিস ট্রেন্ডে নিচের দিকে ব্রেক আউট হয়। কিন্তু প্রাইসের সংগে ভলুমেরও একটা যোগ সুত্র আছে। লো ও হাই ভলুমের কারনে ট্রেন্ডের বিপরীত দিকেও হতে পারে।
ট্রায়াঙ্গেল অঙ্কন
কমপক্ষে দুইটি হাই টাচ করে এমন একটা রেজিস্ট্যান্স আঁকুন। নিচেও কমপক্ষে দুইটে লো টাচ করে এমন একটি সাপোর্ট আঁকুন। সর্বোচ্চ পিক থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্ব মাপুন।
সিমেট্রিক্যাল ট্র্যায়াঙ্গেল ব্রেক আউট
প্রাইস যখন আর সুইং করতে পারে না তখন যেকোন এক দিকে ব্রেক আউট হবে।
ট্রেডিং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল
Trading symmetrical triangle
যদি উপরে ব্রেক করে,
ব্রেক আউট পয়েন্টে বা সম্ভাব্য নিকটতম প্রাইসে বাই।
স্টপলসঃ নিকটতম সুইং লো।
টার্গেটঃ ব্রেক আউট পয়েন্টে উচ্চতা যোগ করুন।
যদি নিচে ব্রেক করে,
ব্রেক ডাউন পয়েন্টে বা সম্ভাব্য নিকটতম প্রাইসে সেল।
স্টপলসঃ নিকটতম সুইং হাই।
টার্গেটঃ ব্রেক আউট পয়েন্ট থেকে উচ্চতা বিয়োগ করুন।
প্রাইস যখন আর সুইং করতে পারে না তখন যেকোন এক দিকে ব্রেক আউট হবে।
ট্রেডিং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল
Trading symmetrical triangle
যদি উপরে ব্রেক করে,
ব্রেক আউট পয়েন্টে বা সম্ভাব্য নিকটতম প্রাইসে বাই।
স্টপলসঃ নিকটতম সুইং লো।
টার্গেটঃ ব্রেক আউট পয়েন্টে উচ্চতা যোগ করুন।
যদি নিচে ব্রেক করে,
ব্রেক ডাউন পয়েন্টে বা সম্ভাব্য নিকটতম প্রাইসে সেল।
স্টপলসঃ নিকটতম সুইং হাই।
টার্গেটঃ ব্রেক আউট পয়েন্ট থেকে উচ্চতা বিয়োগ করুন।
![]() |
ACI, Symmetrical Triangle with its measuring rules. |
Ascending Triangle
এই ট্রায়াংগেলের ফ্লাট টপ ও ক্রমোন্নত তল (rising bottom). ফ্লাট টপটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে আর রাইজিং বটমটা সাপোর্ট হিসাবে কাজ করে।
অঙ্কন
কমপক্ষে দুইটি হাই ও দুইটি লো দিয়ে ট্রায়াংগেলটা আঁকুন।
ট্রায়াংগেলের সর্ব নিম্ন বটম থেকে হাই পর্যন্ত উচ্চতা আঁকুন।
ট্রেডিং এসেন্ডিং ট্রায়াংগেল
Trading Ascending Triangle
ব্রেকিং পয়েন্টে বাই দিন।
স্টপলসঃ লাস্ট সুইং লো
টার্গেটঃ ব্রেকিং পয়েন্টে ট্রায়াঙ্গেলের উচ্চতা যোগ করুন।
ডিসেন্ডিং ট্রায়াংগেল
Desending Triangle
এই ট্রায়াংগেলের ফ্লাট বটম ও ক্রমাবনতিশীল উচ্চতা (falling upper line). ক্রমাবনতিশীল উচ্চতা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে আর ফ্লাট বটমটা সাপোর্ট হিসাবে কাজ করে।
অঙ্কন
কমপক্ষে দুইটি হাই ও দুইটি লো দিয়ে ট্রায়াংগেলটা আঁকুন।
ট্রায়াংগেলের বটম থেকে সর্বোচ্চ পিক পর্যন্ত উচ্চতা নিরূপন করুন।।
ট্রেডিং ডিসেন্ডিং ট্রায়াংগেল
Trading Descending Triangle
ব্রেকিং পয়েন্টে সেল দিন।
স্টপলসঃ লাস্ট সুইং হাই।
টার্গেটঃ ব্রেকিং পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেলের উচ্চতা বিয়োগ করুন।
স্ট্রং সাপোর্ট হলে উপরেই ব্রেক করে।
Pls send my mail( ahsanhabib1362@gmail.com)
ReplyDelete