Pages

Thursday 24 December 2015

Flag

ফ্ল্যাগ

ফ্ল্যাগ একটা ট্রেন্ড কন্টিন্যুয়েশন প্যাটার্ন
দ্রুত ট্রেন্ডিং প্রাইস স্বল্পকালীন বিরতি নেয়, মূল ট্রেন্ডের বিপরীতে আয়তাকার প্যাটার্ন গঠন করে। বুলিস ও বিয়ারিস দুই ধরনের ফ্ল্যাগ আছে। বুল ট্রেন্ডের মাঝে বুল ফ্ল্যাগ ও বিয়ারিস ট্রেন্ডের মাঝে বিয়ার ফ্ল্যাগ। প্যাটার্নের ফ্ল্যাগ অংশটি সমান্তরাল রেখার মধ্যে চলতে হবে এবং উপরে, নীচে এমনকি পাশে তির্যক হতে পারে।

Video



বুলিস ফ্ল্যাগ
Bullish Flag

বুল ট্রেন্ডের মাঝে স্বল্পকালীন বিরতি ও নিম্নগামী আয়তাকার কন্সলিডেশন। ব্রেক আউট হয়ে আবার চলতে শুরু করে।

ফ্লাগ পোল (Flag pole)
ট্রেন্ডের শুরু থেকে ফ্ল্যাগ পর্যন্ত দুরত্ব।

ট্রেডিং ফ্ল্যাগ (Trading Flag)
আয়তাকার ক্ষেত্র বা ফ্লাগ থেকে প্রাইস ব্রেক আউট হলে বাই দিন।
স্টপলসঃ  ফ্ল্যাগের তল।

টার্গেটঃ ব্রেক আউট পয়েন্ট থেকে পোল দূরত্ব যোগ করুন।

বিয়ারিস ফ্ল্যাগ
Bearish Flag


বিয়ারিস ট্রেন্ডের মাঝে স্বল্পকালীন বিরতি ও  উর্ধগামী আয়তাকার কন্সলিডেশন। ব্রেক ডাউন হয়ে আবার চলতে শুরু করে।

ফ্লাগ পোল (Flag pole)
ট্রেন্ডের শুরু থেকে ফ্ল্যাগ পর্যন্ত দুরত্ব।

ট্রেডিং ফ্ল্যাগ (Trading Flag)
আয়তাকার ক্ষেত্র বা ফ্লাগ থেকে প্রাইস ব্রেক  ডাউন  হলে সেল দিন।
স্টপলসঃ  ফ্ল্যাগের হাই।

টার্গেটঃ ব্রেক ডাউন পয়েন্ট থেকে পোল দূরত্ব বিয়োগ করুন।


3 comments: