Pages

Thursday 24 December 2015

Double Bottoms

ডাবল বটম
Video


বিভিন্ন ধরনের ডাবল বটম আছে। বুল্কোভস্কি যে সমস্ত ডাবল বটম শনাক্ত করেছেন সেইগুলি, Adam and Adam Double Bottom,  Adam and Eve Double Bottom, Eve and Adam Double Bottom, Eve and Eve Double Bottom, Ugly Double Bottom. সব ডবল বটমের শনাক্তকরণ ও ট্রেডিং পদ্ধতি প্রায় একই রকম। আমরা এখানে শুধু সাধারণ ডবল বটম (Typical Double Bottom) নিয়েই আলোচনা করব।



শনাক্তকণ পদ্ধতি
Identification

ডাবল বটম একটা রিভার্সাল পদ্ধতি। প্রতিটা রিভার্সালেই একটা বিদ্যমান ট্রেন্ড থাকে। ডবল বটম ডাউন ট্রেন্ডের শেষেই গঠন হয়।

প্রাইস একটা মূল্য স্তর থেকে ফিরে আসে। এখানে আমরা প্রথম বটম ধরতে পারি (চিত্রে Bottom1)। মূল্য কিছুটা উপরে এসে একটা পিক (Peak) তৈরি করে।  আবার  নিচে ফিরে যায় ও দ্বিতীয় বটম (চিত্রে Bottom 2) তৈরি করে। কিন্ত এবারও নিচ থেকে ফিরে আসে। পুর্বের পিক বরাবর সরল রেখাকে রেজিস্ট্যান্স (Resistance) বলে। প্রাইস এবার এই রেজিস্ট্যান্স ভেঙ্গে উপরে উঠার চেষ্টা করে।

ট্রেডিং ডাবল বটম
Trading Double bottom

প্রাইস যখন রেজিস্ট্যান্স (এখানে লাল দাগ) ব্রেক করে তখন বাই। আপনি রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারেন। কিন্তু সব সময় যে রিটেস্ট হবে এমন নয়। অনেক কিছুই আপনার অভিজ্ঞতা ও দূরদর্শিতার উপর নির্ভর করে।

প্রফিট টার্গেট
Profit Target

বটম থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত দূরত্ব ব্রেক আউট পয়েন্টে যোগ করতে হবে।

No comments:

Post a Comment