SPINNING TOPS
DOZI
ডোজি ট্রেডারদের সিদ্ধান্তহীনতা বুঝায়। ডোজি ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে কিন্তু রেঞ্জিং মার্কেটে আস্থা রাখা যায় না।
চার ধরনের ডোজিঃ
স্টার ডোজি (Star Doji) : এই ধরনের ডোজিকে আদর্শ ডোজি বলা হয়। উপরে ও নিচে সমান দুইটা খাটো সলিতা থাকে। ট্রেডারদের চরম সিদ্ধান্তহীনতা বুঝায়। ইন্ডিকেটর যদি ওভারবট বা ওভারসোল্ড নির্দেশ করে তবে বুঝতে হবে রিভার্সাল আসন্ন।
লং লেগড ডোজি (Long legged Doji): উপরে ও নিচে সলিতাদ্বয় লম্বা হয়। ভোলাটাইল মার্কেট ইংগিত করে।
গ্রেভস্টোন ডোজি (Gravestone Doji): উপরের সলিতাটা লম্বা, ওপেন ও ক্লোজ সমান বা প্রায় সমান। আপট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বিয়ারিস রিভার্সালেরও ইংগিত করে।
ড্রাগনফ্লাই ডোজি (Dragonfly Doji): নিচের সলিতাটা লম্বা, ওপেন ও ক্লোজ সমান বা প্রায় সমান। ডাউনট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বুলিস রিভার্সালেরও ইংগিত করে।
HARAMI
HARAMI CROSS
No comments:
Post a Comment