Pages

Thursday, 24 December 2015

Neutral Patterns

SPINNING TOPS


DOZI

ডোজি ট্রেডারদের সিদ্ধান্তহীনতা বুঝায়। ডোজি ট্রেন্ডিং মার্কেটে ভাল কাজ করে কিন্তু রেঞ্জিং মার্কেটে আস্থা রাখা যায় না।

চার ধরনের ডোজিঃ
স্টার ডোজি (Star Doji) : এই ধরনের ডোজিকে আদর্শ ডোজি বলা হয়। উপরে ও নিচে সমান দুইটা খাটো  সলিতা থাকে। ট্রেডারদের চরম সিদ্ধান্তহীনতা বুঝায়। ইন্ডিকেটর যদি ওভারবট বা ওভারসোল্ড নির্দেশ করে তবে বুঝতে হবে রিভার্সাল আসন্ন।

লং লেগড ডোজি (Long legged Doji):  উপরে ও নিচে সলিতাদ্বয় লম্বা হয়। ভোলাটাইল মার্কেট ইংগিত করে।

গ্রেভস্টোন ডোজি (Gravestone Doji):  উপরের সলিতাটা লম্বা, ওপেন ও ক্লোজ সমান বা প্রায় সমান। আপট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বিয়ারিস রিভার্সালেরও ইংগিত করে।
ড্রাগনফ্লাই ডোজি (Dragonfly Doji): নিচের সলিতাটা লম্বা, ওপেন ও  ক্লোজ সমান বা প্রায় সমান। ডাউনট্রেন্ড নিঃশেষ হয়ে যাওয়ার ইংগিত। আসন্ন বুলিস  রিভার্সালেরও ইংগিত করে।

HARAMI

HARAMI CROSS

No comments:

Post a Comment