Pages

Saturday, 26 December 2015

Three Rising Valleys

থ্রি রাইজিং ভ্যালিজ

থ্রি রাইজিং ভ্যালিজ
তিনটা লো আগের লো অপেক্ষা উপরে। বুল মার্কেটে এই প্যাটার্ন খুবই ভাল আচরণ করে, সাকসেস রেট খুব ভাল।





থ্রি রাইজিং ভ্যালিজ চার্ট প্যাটার্নের একটা উদাহরণ নিচে দেয়া হল। বুল ট্রেন্ডের শুরুতেই সাধারণতঃ এই প্যাটার্নের দেখা পাওয়া যায়। নিচের প্যাটার্নটা ডাউনট্রেন্ডের পরেই শুরু। প্যাটার্নের নাম যেমন বলে তিনটা বটম আগেই বুল ট্রেন্ডের সূচনা করে। কিন্তু ট্রেডের জন্য একটা ব্রেক আউটের অপেক্ষায় থাকতে হয়।

নিচের চিত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ভ্যালি আগের ভ্যালি থেকে উঁচু। এদের আকৃতিও প্রায় একই রকম। প্যাটার্ন কনফার্ম হয় যখন ট্রেন্ড লাইনের উপর ক্লোজ হয় (ব্রেক আউট হয়)।



ট্রেডিং কৌশলঃ প্যাটার্ন হাই মাপুন। এই উচ্চতা ব্রেক আউট পয়েন্টে যোগ করুন।





2 comments: