Pages

Saturday, 26 December 2015

Cat's Ears

Cat's Ears

ক্যাটস ইয়ারস (বিয়ারিস)
Video







ক্যাটস ইয়ারস বুল্কোভস্কির প্যাটার্ন।
বুলিস এবং বিয়ারিস দুই রকমই আছে। আমরা প্রথমে বিয়ারিস প্যাটার্ন আলোচনা করব। পরে বুলিস প্যাটার্ন আলোচনা করব।
অনেক টেকনিক্যাল এনালিস্ট বিশ্বাস করেন কন্টিনুয়েশন প্যাটার্নই সবচেয়ে লাভ জনক। কারন মারকেট আগের থেকেই ট্রেন্ডে আছে। স্বল্প বিরতীর পর শুধু পুনরায় ট্রেন্ডে ফিরে আসা এই যা। ফ্ল্যাগ, পিনান্ট, রেক্টেংগল, ওয়েজ, হেড এন্ড সোল্ডার এই গুলি বহুল পরিচিত বিয়ারিস কন্টিন্যুয়েশন প্যাটার্ন। এই রকম কম পরিচিত ক্যাট’স ইয়ারও একটা বিয়ারিস কন্টিন্যুয়েশন প্যাটার্ন।
ক্যাট’স ইয়ার ফর্মেশন
চরম ডাউন ট্রেন্ড;
প্রাইস কিছু সময়ের জন্য স্থির হয় ও রেঞ্জ বাউন্ড হয়;
দ্রুত উপরে উঠে আবার নিচে নেমে আসে ও ক্যাট’স ইয়ার তৈরি করে;
আবার রেঞ্জ বাউন্ড হয়;
আবার ক্যাট’স ইয়ার তৈরি করে;
এবার নিচের সাপোর্ট ভেংগে ফেলে ও দ্রুত নিচে নামতে থাকে।
শনাক্তকরণ
Pattern identification

প্রাইস দ্রুত ফল করতে থাকে ও একটা সাপোর্টের উপরে স্থায়ী হওয়ার চেষ্টা করে (এখানে B)। সাপোর্টের উপর থেকেই আবার উপরে যাওয়ার চেষ্টা করে ও একাধিক পিক তৈরি করে। কিন্তু এক পর্যায়ে সাপোর্ট ভেঙ্গে ফেলে ও আরো নিচে নামতে থাকে।

উদাহরন ২
Target met



টার্গেট প্রাইস নিরূপণ
টার্গেটঃ C, B থেকে AB দুরত্ব বিয়োগ করতে হবে।

ক্যাটস ইয়ারস (বুলিস)
ক্যাটস ইয়ারস বিয়ারিসের বিপরীত।

1 comment:

  1. জাযাক আল্লাহ্‌ খায়ের।

    ReplyDelete