Pages

Friday 25 December 2015

Broadening Bottom

ব্রোডেনিং বটম
Video


হাই ভোলাটিলিটি সিকুরিটি, খুব বেশি আপ ডাউন করে কিন্তু প্রাইস মুভমেন্টের দিক অনুধাবন করা যায় না। হাই ও লো এর উপর দিয়ে কোন সরল রেখা টানলে মেগাফোনের মত দেখায়। তাই এই প্যাটার্নটা মেগাফোন নামেও পরিচিত।
ব্রোডেনিং বটম খুব কমই দেখা যায়। মার্কেট টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল কারন ব্যতিত শুধু রিউমারে চলে আবেগতাড়িত ট্রেডাররা তখন দিগভ্রান্ত হয়ে যায়।
এই প্যাটার্নে সিকিউরিটি যে কোন দিকে ব্রেক আউট হতে পারে। 

ট্রেডিং পদ্ধতিঃ
সর্বোচ্চ মুল্য A ও সর্ব নিম্ন মুল্য (highest peak and lowest valley) দুরত্ব নিরুপন করুন। উপরে ব্রেক আউট হলে এই দুরত্ব যোগ করুন আর নিচে ব্রেক আউট হলে এই দুরত্ব বিয়োগ করুন।




No comments:

Post a Comment