Pages

Thursday, 24 December 2015

Reversal Patterns


ইনভার্টেড হ্যামারঃ
Inverted Hammer
ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান, শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বিয়ারিস ট্রেন্ডের শেষে ঘটে ও বুলিশ ট্রেন্ডের সুচনা করে।

শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সুচনা করে।

হ্যামারঃ
Hammer
কোন সিকুরিটি যখন তার ওপেনিং প্রাইসের নিচে ট্রেড হয় কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে।  এখানেও শ্যাডো বডি অপেক্ষা দ্বিগুন। বুলিস ট্রেন্ডের সুচনা করতে পারে।

হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 

No comments:

Post a Comment