হেড এন্ড সোল্ডারস বটম প্যাটার্ন
Video
এই প্যাটার্ন উপরে হলে Head & Shoulder Top আর নিচে হলে Head & Shoulder Bottom ও বলে। উপরে হলে শুধু Head & Shoulder আর নিচে হলে Invers Head & Shoulderও বলে।
হেড এন্ড সোল্ডার প্যাটার্ন একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন।
শনাক্তকরণ
Pattern identification
প্যাটার্নের একটা শৃঙ্গ বা মাথা থাকে। পাশে আরো দুইটা শৃঙ্গ থাকে যাদের কাঁধ বা Shoulder 1 ও Shoulder 2 নামে অভিহিত করা হয়। প্রথম কাঁধ থেকে প্রাইস নিচে নামে আবার মাথা থেকেও প্রাইস নিচে নামে। এই দুইটা বটমকে একটা নেকলাইন দ্বারা সংযুক্ত করা হয়।
দ্বিতীয় কাঁধ থেকে যখন প্রাইস নেক লাইন থেকে নিচে নামে বা ব্রেক আউট হয় তখন সেল।
প্রফিট টার্গেট
নেকলাইনের উচ্চতা মাপুন। প্রাইস যেখানে নেকলাইন অতিক্রম করে নিচে নামে সেখান থেকে নেকলাইন উচ্চতা বিয়োগ করুন।
স্টপ লসঃ ডান নেকলাইনের উপরে।
ইনভার্স হেড এন্ড সোল্ডার
Inverse Head and Shoulder
ইনভার্স হেড এন্ড সোল্ডারও একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন।
প্যাটার্ন শনাক্তকরণঃ
Pattern identification
এই প্যাটার্নের শৃঙ্গ বা মাথা ও কাঁধ নিচের দিকে থাকে। যেগুলি Shoulder1 ও Shoulder2 নামে পরিচিত। আর নেকলাইন থাকে হেড এন্ড সোল্ডারের মতই কিন্তু উল্টা দিকে।
দ্বিতীয় কাঁধ থেকে যখন প্রাইস নেক লাইনের উপরে উঠে বা ব্রেক আউট হয় তখন বাই।
প্রফিট টার্গেট
নেকলাইনের উচ্চতা মাপুন। প্রাইস যেখানে নেকলাইন অতিক্রম করে সেখানে বাই।
স্টপ লসঃ ডান নেকলাইনের নিচে।
No comments:
Post a Comment