Pages

Saturday 26 December 2015

1-2-3 Pattern

1-2-3 প্যাটার্ন
নিচে ভিডিও দেখুন।



1-2-3 ফাইবোনেসি নির্ভর রিভার্সাল প্যাটার্ন। মার্কেট যত উপরে বা নিচেই যাক না কেন। সব সময়ই একটা রিভার্সালের সুযোগ থাকে।


বুলিশ রিভার্সালের ক্ষেত্রেঃ


1 সর্ব নিম্ন পয়েন্ট
2 সর্বোচ্চ পয়েন্ট, 2 এর সমান্তরাল রেখাই রেজিস্ট্যান্স,
3 1 ও 2 মধ্যবর্তি অবস্থান কিন্তু ডান পাশে।

শনাক্তকরণঃ
মূল্য একটা সাপোর্টের (1) উপরে থাকে। সেখান থেকে বাউন্স (2) করার চেষ্টা করে কিন্ত আবার সাপোর্টের (3) দিকে ফিরে আসে। এইবার আর নিচে নামতে পারে না এবং বিপরীত দিকেই ছুটতে থাকে।  এই তিনটা পর্যায় না হওয়া পর্যন্ত একটা 1-2-3 প্যাটার্ন শনাক্ত করা যায় না। 2, 1 অপেক্ষা উপরে হবে।

ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Strategy
বাইঃ  রেজিস্ট্যান্স লাইন ব্রেক করলে।
স্টপলসঃ  রেজিস্ট্যান্স ও 3 এর মধ্যবর্তি।
প্রফিট টার্গেটঃ অন্যান্য ইন্ডিকেটর ও প্যাটার্নের উপর নির্ভর করে প্রফিট টার্গেট নির্ধারন করতে হবে। সাধারণতঃ  ফাইবো ১৬১.৮%, ২৬১.৮% হয়ে থাকে।
নিচের চিত্রঃ বুলিশ রিভার্সাল


বুলিস রিভার্সাল 1-2-3 প্যাটার্ন
বিয়ারিস রিভার্সালের ক্ষেত্রেঃ

1 সর্বোচ্চ পয়েন্ট
2 সর্ব নিম্ন পয়েন্ট, 2 সমান্তরাল রেখাই সাপোর্ট,
3, 1 ও 2 মধ্যবর্তি অবস্থান কিন্তু ডান পাশে।
শনাক্তকরণঃ
মূল্য একটা  রেজিস্ট্যান্সের (1) নিচে থাকে। সেখান থেকে বাউন্স (2) করার চেষ্টা করে কিন্ত আবার রেজিস্ট্যান্সের (3) দিকে ফিরে যায়। এইবার আর  উপরে উঠতে  পারে না এবং বিপরীত দিকেই ছুটতে থাকে।  এই তিনটা পর্যায় না হওয়া পর্যন্ত একটা বিয়ারিস 1-2-3 প্যাটার্ন শনাক্ত করা যায় না। 2, 1 অপেক্ষা নিচে হবে।


ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading Strategy

সেলঃ  সাপোর্ট লাইন ব্রেক করলে।
স্টপলসঃ    সাপোর্ট ও 3 এর মধ্যবর্তি।
প্রফিট টার্গেটঃ অন্যান্য ইন্ডিকেটর ও প্যাটার্নের উপর নির্ভর করে প্রফিট টার্গেট নির্ধারন করতে হবে। সাধানতঃ ফাইবো ১৬১.৮%, ২৬১.৮% হয়ে থাকে।
নিচের চিত্রঃ বিয়ারিস রিভার্সাল।


Video


3 comments: