স্টক মার্কেট বা পুঁজি বাজার সম্পর্কে প্রাথমিক ধারনা
স্টক মার্কেট কি?
যেই বাজারে পাবলিক স্টক বা কোম্পানির শেয়ার কিনতে ও বেচতে পারে সেই বাজারকে স্টক মার্কেট বলে। স্টক এক্সচেঞ্জ অনেকগুলি ব্রোকারেজ হাউজের সমন্বয়ে গঠিত। স্টক মার্কেটগুলি একটি মুক্ত-বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান কারণ তারা সব ধরণের বিনিয়োগকারীদের জন্য ট্রেডিং উন্মুক্ত রাখে।
বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমেরিকায় New York Stock Exchange.
বিনিয়োগকারিরা ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে থাকে।
Capital Market বা পুঁজি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আইপিও ইস্যু করে কোম্পানির জন্য পুঁজি সংগ্রহ করা। বিনিয়োগকারীরা কোম্পানির লাভের অংশ নেয়ার জন্য এই আইপিও কিনে থাকে।
আপনি কেন স্টক কিনবেন?
কোম্পানি লাভ করলে আপনি তার একটা অংশ পাবেন। এটাও আপনার জানা থাকা প্রয়োজন যে কোম্পানিটি লোকসান করতে পারে। তখন আপনার স্টকের মূল্য হ্রাস পাবে। তাই বিনিয়োগের আগে ভেবে চিনতে বিনিয়োগ করতে হয়।
Video
Important issues for beginners.
ReplyDeleteThanks
ReplyDeleteIs there any provision of issuing preference shares at Dhaka stock exchange? What is the procedure of issuing preference share?
ReplyDeleteThanks.
ReplyDelete