Pages

Saturday 24 July 2021

Bullish Reversal

 বুলিস রিভারসাল

How to find the bottom of a stock

কোন স্টকের বটম অনুসন্ধান করার জন্য আমরা যা করতে পারি।


  1. সেক্টর দেখুন।
  2. বর্ধিত ভলিউম দেখুন। 
  3. Moving Average এর সঙ্গে মূল্যের সম্পর্ক দেখুন।.
  4. আপনার ফেভারিট ইন্ডিকেটর দিয়ে নিশ্চিত হন।
  5. ট্রেন্ডলাইন ব্রেক আউট লক্ষ্য করুন।
  6. Over Sold এরিয়া পর্যবেক্ষণ করুন।
  7. Higher low অনুসন্ধান করুন।
  8. বুলিশ ডাইভার্জেন্স লক্ষ্য করুন।
  9. সেল বা এন্ট্রির জন্য নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুসরন করুন।

এই বিষয়গুলি আমরা আগেই শিখেছি। এখন দরকার কাজে লাগানো। আমরা এখন প্রতিটা বিষয় পৃথকভাবে আলোচনা করব।

১। সেকটর অনুসন্ধান
সাধারণত একটা সেক্টররের সব শেয়ারই প্রায় একই সংগে উঠা নামা করে। আলাদাভাবে একটা স্টকের রিভার্সাল বা বটম খোঁজার আগে আমাদের দেখতে হবে সেক্টরের অবস্থান। 

২। বর্ধিত/সঙ্কুচিত ভলুম দেখুন
ভলুম ক্রমাগত কমতে থাকলে একজন ট্রেডার হিসাবে আমরা অনুধাবন করতে পারি স্টকটা তার বিয়ারিস ট্রেন্ডের শেষ প্রান্তে।



৩। মুভিং এভারেজের সংগে মূল্যের সম্পর্ক তুলনা করুন।

মুভিং এভারেজ ক্রস আরো সুনির্দিষ্টভাবে ট্রেন্ড রিভার্সাল নির্দেশ করে। এমা ৯x২৬ একটা ভাল ট্রেন্ড পরিবর্তন চিহ্নিত কারক। 




৪।আপনার ফেভারিট ইন্ডিকেটরের সাহায্যে
MACD Cross
ম্যাকডি লাইন যেখানে সিগ্ন্যাল লাইনকে ক্রস করে।


৫।ফাইবোনেসি ও হারমোনিক প্যাটার্নেও ট্রেন্ডের শেষ প্রান্ত অনুধাবন করা যায়






৬।ট্রেন্ড লাইন ব্রেক আউট
ট্রেন্ড লাইন একটা সহজ ইন্ডিকেটর। প্রাইস যখন ট্রেন্ড লাইনের উপরে উঠে তখন বুলিস রিভার্সাল আসন্ন।

৭। ওভারসোল্ড এরিয়া পর্যবেক্ষণ করুন
Over bought / Over sold পর্যবেক্ষণের জন্য RSI একটা উপযুক্ত ইন্ডিকেটর। ৭০ ওভারবট আর ৩০ ওভারসোল্ড রিজিয়ন।


৮।হাইয়ার লো অনুসন্ধান করুন
ট্রেন্ড বুলিস কিনা বুঝা যাবে তার হাইয়ার লো স্ট্রাকচার দেখে



৯।সেল বা এন্ট্রির জন্য নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুসরন করুন।
এখানে আমার ট্রেডিং পদ্ধতি (বাই/সেল)। আপনার অভিজ্ঞতা দিয়ে আপনিও নিজস্ব পদ্ধতি তৈরি করে নিন। আর পদ্ধতি মেনে চলুন।




No comments:

Post a Comment