Pages

Monday 26 October 2020

Identify Reversal

 রিভার্সাল শনাক্তকরন

রিভার্সাল ও রিট্রেসমেন্ট যদি সঠিকভাবে শনাক্ত করতে পারেন তবে লুজিং ট্রেডের সংখ্যা যেমন কমবে তেমনি উইনিং ট্রেডের সংখ্যা বাড়বে এবং সময় বাঁচবে।





What is reversal?
রিভার্সাল কি?

 যখন ট্রেন্ডের দিক পরিবর্তন হয়, উপর থেকে নীচে বা নীচ থেকে উপরে মোড় নেয়। ব্যবসায়ীরা বিপরীতমুখী হওয়ার আগে ট্রেন্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। বা নতুন ট্রেন্ড পক্ষে থাকলে ট্রেন্ডের সাথে থাকার চেষ্টা করে।

How do you know if a retracement is reversed?

রিট্রেসমেন্ট থেকে রিভার্সালে উন্নয়ন বুঝার উপায় কি?

রিট্রেসমেন্ট সাময়িক দিক পরিবর্তন। একটা লম্বা ট্রেন্ডের মধ্যে ঘটে।

রিট্রেসমেন্টকে হাইয়ার হাই ও হাইয়ার লো দিয়ে চেনা যায়।
রিভার্সাল ট্রেন্ডের দিক পরিবর্তন।



Identifying Reversals


Identifying Retracement

রিট্রেসমেন্ট শনাক্ত করন

ফাইবো লেভেল



পিভট পয়েন্ট


ট্রেন্ড লাইন


Pattern Identification
প্যাটার্ন শনাক্তকরন

প্যাটার্ন শনাক্তকরনের মাধ্যমেও রিভার্সাল বুঝা যায়।
আমরা দুই ধরনের প্যাটার্নকে পর্যবেক্ষণ করতে পারি।
বার প্যাটার্ন (Candle Stick pattern)
চার্ট প্যাটার্ন (Chart pattern)
এছাড়াও ইন্ডিকেটরের সাহায্য নিতে পারি।
বার প্যাটার্ন ও চার্ট প্যাটার্ন ও ইন্ডিকেটর সম্মন্ধে আমরা আলাদা চ্যাপ্টারে আলোচনা করবো।
এক্ষেত্রে বহুল প্রচলিত চার্ট প্যাটার্নগুলি Double Bottom, Double Top, Head & Shoulder, Inverse Head & Shoulder, Triple Top, Triple Bottom ইত্যাদি।
আমরা এখান বুলিস প্যাটার্নগুলি নিয়েই আলোচনা করব। বিয়ারিস প্যাটার্নগুলির আলচনা কম গুরুত্ত্বপুর্ন।  কারন বিয়ারিসগুলি বুলিসের ভাইস ভার্সা।


No comments:

Post a Comment