Pages

Tuesday 19 June 2018

Ascending Base Pattern

Ascending Base Pattern
এসেন্ডিং বেইজ প্যাটার্ন


"অ্যাসেন্ডিং বেস" খুবই বিরল। একটি স্টক পূর্ববর্তী বেস থেকে কমপক্ষে 20% উপরে চলে যাওয়ার পরে এটি মাঝপথে ঘটে, প্রতিটি 10-20% পুলব্যাক দ্বারা চিহ্নিত করা হয় যার প্রতিটির দাম আগেরটির চেয়ে বেশি।


Video





এই প্যাটার্ন বড় ধরনের প্রফিট দিয়ে থাকে। স্বল্প মূলধনি শেয়ারের ক্ষেত্রেই এই প্যাটার্ন বেশি দৃষ্ট হয়।


প্যাটার্নের ধরনঃ তিনটা পুলব্যাক মাঝে তিনটা হাইয়ার হাই ও তিনটা হাইয়ার লো। যখন মার্কেট দুর্বল থাকে তখন এই প্যাটার্নগুলি ক্রমাগত নতুন হাইতে উঠতে থাকে। যত দ্রুত উপরে উঠে তার চেয়ে দ্রুত পড়তে থাকে।

ট্রেডিংঃ লাস্ট সুইং হাইকে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ব্রেক করলে বাই। এইটা ট্রেন্ড ফলোয়িং ট্রেড। ট্রেন্ড ইনভেলিড হলে সেল। ট্রেডাররা মারিম্যাথের সাহায্য নিলে ভাল করতে পারে।

উদাহরণঃ






No comments:

Post a Comment