Pages

Wednesday, 17 May 2017

Broadening Wedge, Ascending

ব্রডেনিং ওয়েজ, এসেন্ডিং
মেগাফোনের আকারে হয়ে থাকে, আপ স্লোপিং। কোন ট্রেন্ড লাইনই সমান্তরাল নয়। উপরের ট্রেন্ড লাইন কতকটা খাড়া উপরের দিকে, কিন্তু নিচের  ট্রেন্ড লাইন কম। প্রতি পার্শে কম পক্ষে তিনবার স্পর্শ করে থাকে। অনিয়মিত ভলুম, কখনো বাড়ে আবার কখনো কমে।  নিচের  ট্রেন্ড লাইন ব্রেক করে। রিভার্সাল বা কন্টিন্যুয়েশন যেকোনটাই হতে পারে। ২৩ থেকে ১৩১ দিনে এই প্যাটার্ন ফর্ম করে থাকে। বেশিরভাগ প্যাটার্নের গড় ফর্মেশন দিন ৫৪ থেকে ৬৪।

 লম্বা প্যাটার্নগুলি খাট প্যাটার্ন থেকে ভাল প্রফিট দিয়ে থাকে। আবার চওড়া প্যাটার্ন থেকে সরু প্যাটার্নও ভাল প্রফিট দিয়ে থাকে। খাট ও চওড়া প্যাটার্ন পরিহার করাই উত্তম।



ট্রেডিং কৌশল

সর্বোচ্চ উচ্চতা নিরুপন করুন। এখানে AB.
টার্গেট প্রাইসঃ ব্রেক আউট পয়েন্টে AB দুরত্ব বিয়োগ করুন।
রিটেস্টঃ রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারেন।
স্টপলসঃ ট্রেন্ড লাইনের উপরে (যেই ট্রেন্ড লাইনের নিচে ব্রেক আউট হয়েছে)।




No comments:

Post a Comment