Pages

Monday 28 December 2015

RSI

Relative Strength Index (RSI)



RSI 50
লাইনটা সেটআপ করা খুব ইম্পর্টেন্ট। আপনি শুধু এমিব্রোকারেই এইটা পারবেন। অনেকেই Trading view ব্যবহার করেন। সেখানে ইন বিল্ট কোন কৌশল নাই এইটা সেটআপ করার।

J. Welles Wilder এই মোমেন্টাম ইন্ডিকেটর প্রবর্তন করেন। প্রাইস উঠানামা ও গতি পরিমাপক  এই ইন্ডিকেটর ০ ও ১০০ এর মধ্যে উঠানামা করে। ৭০ এর উপরে ওভারবট ও ৩০ এর নিচে ওভারসোল্ড মনে করা হয়। ডাইভার্জেন্স, সুইং ফেইলার ও মধ্যবর্তি রেখা অতিক্রম থেকে বাই ও সেল সিগন্যাল জেনারেট করে।

ফর্মুলা
 ট্রেডারের জন্য ফর্মুলা কোন গুরুত্ত্ব বহন করে না। বরং এর প্রয়োগই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন রোগীর কাছে ঔষধের ফর্মুলার গুরুত্ত্ব নাই, এর ব্যবহারই রোগীর জন্য গুরুত্ত্বপূর্ণ।

ক্যালকুলেশন
Calculation
                        100
RSI = 100 - --------------
                      1 + RS

RS = Average Gain / Average Loss

14 দিনের হিসাবটা এই রকম

First Average Gain = Sum of gains over the past 14 periods / 14.

First Average Loss = Sum of Losses over the past 14 periods / 14.

দ্বিতীয় ও পরবর্তি ক্যালকুলেশন আগের এভারেজ ও বর্তমান gain ও loss এর উপর ভিত্তি করেঃ

Average Gain = [(previous Average Gain) x 13 + current Gain] / 14.
Average Loss = [(previous Average Loss) x 13 + current Loss] / 14.

প্যারামিটার
Parameter

ডিফল্ট পিরিয়ড ১৪, কিন্ত আপনার ইচ্ছামত কমাতে বাড়াতে পারেন। সেটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে। ওভারবট ও ওভারসোলড লেভেল ৭০ ও ৩০ থেকে বাড়িয়ে বা কমিয়ে ৮০ ও ২০ ও করে অনেকে। এটা নির্ভর করে মার্কেট ও আপনার সিকুরিটির ধরনের উপর।

Overbought and oversold positions
ওভারসোল্ড ও ওভারবট লেভেল
উপরের চিত্রে ওভারবট ও ওভারসোল্ড লেভেল দেখানো হয়েছে। সিকুরিটিটা ওভারবট লেভেলে গেলে রিভার্স করে ও পুনরায় ওভারসোল্ড লেভেলে ফিরে আসে।

RSI support and resistance break out
আর এস আই সাপোর্ট ও রেজিস্ট্যান্স ব্রেক আউট ও আর এস আই ৫০ লেভেলের গুরুত্ত্ব।







উপরের চিত্রে দেখা যায় RSI 50 লাইন ব্রেক করার চেষ্টা করছে। একবারে পারে নাই। ফিরে এসে আবার ব্রেক করে। পরবর্তিতে প্রাইস উপর থেকে ফিরে এসে RSI 50 লাইনের উপর সাপোর্ট পেয়েছে। তারপরে এখান থেকে আবার উর্ধ্বমুখে গতি পায়। এই ভাবে RSI সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে।

বুল ও বিয়ারের আগমন
RSI 50 লাইন ব্রেক করে উপরে উঠলে আমরা বুলের আগমন বুঝতে পারি। বিপরীতক্রমে RSI 50 লাইন ব্রেক করে নিচে নামলে আমরা বিয়ারের আগমন বুঝতে পারি। 


ডাইভার্জেন্স (Divergence)
ডাইভার্জেন্স একটা আগাম ইন্ডিকেটর। মোমেন্টাম ইন্ডিকেটর দিয়ে আমরা আগাম ট্রেন্ড পরিবর্তনের ইংগিত পাই। (ডাইভার্জেন্স অধ্যায় দেখুন)।

RSI Divergence Cheat Sheet





RSI Trading







No comments:

Post a Comment