Pages

Saturday, 26 December 2015

Gartley

গার্টলি প্যাটার্ন
ফাইবোনেসি নির্ভর হারমোনিক প্যাটার্ন।
আমরা প্রথমে বুলিস গার্টলি প্যাটার্ন নিয়ে আলোচনা করব ও পরে বিয়ারিস গার্টলি প্যাটার্ন নিয়ে আলোচনা করব।
 

বুলিস গার্টলি প্যাটার্ন শনাক্তকরন
Pattern identification
XA শনাক্ত করুন।
AB = XA এর রিট্রেসমেন্ট, ফাইবো 61.8%।
BC = AB  এর পুলব্যাক, ফাইবো 38.2% - 88.6%।
CD = BC এর রিট্রেসমেন্ট, ফাইবো 127.2% - 161.8%।

ট্রেডিং বুলিস গার্টলি প্যাটার্ন 
Trading Bullish Gartley patterns

C নিশ্চিত হলে সেল দিন। প্রফিট টার্গেট AB এর রিট্রেসমেন্ট, ফাইবো 127.2% - 161.8% বা XA এর রিট্রেসমেন্ট, ফাইবো 78.6%।

D নিশ্চিত হলে বাই দিন।
প্রফিট টার্গেট ১ঃ CD এর ৬১.৮%
প্রফিট টার্গেট ২ঃ D থেকে XA দুরত্ব।


বিয়ারিস গার্টলি প্যাটার্ন শনাক্তকরন
Pattern identification
XA শনাক্ত করুন।
AB = XA এর রিট্রেসমেন্ট, ফাইবো 61.8%।
BC = AB  এর পুলব্যাক, ফাইবো 38.2% - 88.6%।
CD = BC এর রিট্রেসমেন্ট, ফাইবো 127.2% - 161.8%।

ট্রেডিং বিয়ারিস গার্টলি প্যাটার্ন
Trading Bearish Gartley patterns

C নিশ্চিত হলে বাই দিন। প্রফিট টার্গেট AB এর রিট্রেসমেন্ট, ফাইবো 127.2% - 161.8% বা XA এর রিট্রেসমেন্ট, ফাইবো 78.6%।

D নিশ্চিত হলে সেল দিন।
প্রফিট টার্গেট ১ঃ CD এর ৬১.৮%
প্রফিট টার্গেট ২ঃ D থেকে XA দুরত্ব।

No comments:

Post a Comment