LONG WHITE GREEN LINE
বুলিস ক্যান্ডেল
Long whate green line
দিনের হাই ও লো এর মাঝে সাদা বা সবুজ লম্বা বডি। ওপেন লো এর কাছাকাছি ও ক্লোজ হাই এর কাছাকাছি। বুলিস হিসাবে গন্য করা হয়।
HAMMER
হ্যামার
Hammer
সাদা (গ্রীন) বা কাল ক্যান্ডেল, উপরে ছোট বডি, সামান্য সলিতা থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু লেজটা খুবই লম্বা। ডাউন ট্রেন্ডের শেষে একটা বুলিস প্যাটার্ন হিসাবে গন্য করা হয়।
MORNING STAR
মর্নিং স্টার
Morning Star
তিনটা ক্যান্ডেল সম্বলিত বুলিশ প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটা লাল বড় ও সুনির্দিষ্ট ডাউনট্রেন্ডের অংশ, দ্বিতীয়টা প্রথম রেড ক্যান্ডেলের নিচে গ্রীন বা রেড, ছোট অবয়ব, শেষ ক্যান্ডেলটা দীর্ঘায়িত, গ্রীন, ছোট ক্যান্ডেলটার উপর থেকে শুরু হয়ে প্রথম ক্যান্ডেলের অর্ধাংশ বা তার উপরে শেষ হয়েছে।
PIERCING LINE
পায়ারসিং লাইন
Piercing Line
Piercing Line
পুর্বের দিনের ক্যান্ডেল কাল বা বিয়ারিস। আজকের ক্যান্ডেল সাদা বা গ্রীন, বুলিস। আজকের ক্যান্ডেলের ওপেন আগের দিনের ক্যান্ডেলের লোয়ার লো থেকেও নিচে। সাদা ক্যান্ডেল কালো ক্যান্ডেলটার অর্ধেকের উপরে কভার করে। যখন বটমে অবস্থান করে তখন রিভার্সাল সিগনাল হিসাবে গন্য করা হয়।
BULLISH DOJI STAR
বুলিস ডোজি স্টার
BuliSh Doji Star
কাল ক্যান্ডেলস্টিকের পরে ডোজি ক্যান্ডেল রিভার্সাল ইংগিত করে।
BULLISH ENGULFING
বুলিস এনগালফিং
Bullish Engulfing
প্রথম ক্যান্ডেল ছোট কাল বডি, পরবর্তি ক্যান্ডেল বৃহত সাদা, এর মাঝে প্রথম ক্যান্ডেলের অবস্থান। রিভার্সাল সিগনাল হিসাবে গন্য করা হয়।
Thank you.
ReplyDeletetnx
ReplyDelete