চ্যানেল
কন্টিন্যুয়েশন প্যাটার্ন।
এই প্যাটার্ন ব্যাপকভাবে পরিদৃষ্ট হয় ও সহজে শনাক্ত করা যায়। ট্রেড করাও সহজ এবং
উইন রেট ৭৭% এর উপরে।
শনাক্তকরণ
Identification
প্রাইস দুইটা সমান্তরাল ট্রেন্ড লাইনের সীমার মধ্যে আবদ্ধ থাকে। নিচের লাইনটা সাপোর্ট। উপরের লাইনটা রেজিস্ট্যান্স।
Identification
প্রাইস দুইটা সমান্তরাল ট্রেন্ড লাইনের সীমার মধ্যে আবদ্ধ থাকে। নিচের লাইনটা সাপোর্ট। উপরের লাইনটা রেজিস্ট্যান্স।
চ্যানেল এসেন্ডিং (Ascending Channel), দুইটা ট্রেন্ড লাইনই উপরের দিকে মুখ ও ডিসেন্ডিং (Descending Channel), নিচের দিকে মুখ থাকে । আর যেই চ্যানেলের উভয় ট্রেন্ড লাইনই ভূমির সঙ্গে সমান্তরাল তাকে Horizontal Channel বলে।
এসেন্ডিং চ্যানেল
Ascending Channel
(with measuring rules)
এসেন্ডিং চ্যানলে ডাউন ব্রেক হয়।
Ascending Channel
(with measuring rules)
এসেন্ডিং চ্যানলে ডাউন ব্রেক হয়।
অংকন
কমপক্ষে দুইটা সুইং হাই যোগ করুন ও উভয় দিকে বর্ধিত করুন। এবার অনুরূপভাবে দুইটা সুইং লো যোগ করুন ও উভয় দিকে বর্ধিত করুন।
উচ্চতা মাপুন, চ্যানেলের লো থেকে চ্যানেলের হাই।
![]() |
BBS |
Trading strategy
এন্ট্রিঃ ব্রেক আউট কনফার্ম হলে সেল দিন।
স্টপলসঃ চ্যানেলের ভিতরে লাস্ট সুইং হাই।
টার্গেটঃ চ্যানেলের লোয়েস্ট পয়েন্ট থেকে উচ্চতা ব্রেক আউট পয়েন্ট থেকে বিয়োগ করুন।
স্টপলসঃ চ্যানেলের ভিতরে লাস্ট সুইং হাই।
টার্গেটঃ চ্যানেলের লোয়েস্ট পয়েন্ট থেকে উচ্চতা ব্রেক আউট পয়েন্ট থেকে বিয়োগ করুন।
ডিসেন্ডিং চ্যানেল
Descending Channel
(with measuring rules)ডিসেন্ডিং চ্যানলে আপ ব্রেক হয়।
অংকন
কমপক্ষে দুইটা সুইং হাই যোগ করুন ও উভয় দিকে বর্ধিত করুন। এবার অনুরূপভাবে দুইটা সুইং লো যোগ করুন ও উভয় দিকে বর্ধিত করুন।
উচ্চতা মাপুন, চ্যানেলের লো থেকে চ্যানেলের হাই।
Video
ট্রেডিং স্ট্র্যাটেজি
Trading strategy
এন্ট্রিঃ ব্রেক আউট কনফার্ম হলে বাই দিন।
স্টপলসঃ চ্যানেলের ভিতরে লাস্ট সুইং লো।
টার্গেটঃ চ্যানেলের লোয়েস্ট পয়েন্ট থেকে উচ্চতা ব্রেক আউট পয়েন্টে যোগ করুন।
স্টপলসঃ চ্যানেলের ভিতরে লাস্ট সুইং লো।
টার্গেটঃ চ্যানেলের লোয়েস্ট পয়েন্ট থেকে উচ্চতা ব্রেক আউট পয়েন্টে যোগ করুন।
such aa great job
ReplyDelete