Pages

Saturday, 7 April 2018

Murrey Math

মারিম্যাথ

এই চ্যাপ্টারটার নাম পিভট হলেও ভাল হতো।
মারিম্যাথ এখানে যোগ করা হলো এই কারণে যে যারা ফোরেক্স ট্রেড করেন তারা পিভট ব্যবহার করে থাকেন। মারিম্যাথ এমন একটা পিভট সিস্টেম যেটা স্টক ও ফোরেক্সেও ব্যবহার করা যায়। তবে স্টক ট্রেডিং এ পিভট সিস্টেম খুব একটা ব্যবহার হয় না।

আপনারা হয়ত অনেকেই GANN সম্বন্ধে ধারনা রাখেন বা কম বেশি জানেন।
প্রেখটার যেমন ইলিয়ট ওয়েভের ৯০ ভাগ আপডেট করেছেন। তবুও কেউ বলে না প্রেখটার সিস্টেম। তেমনি মারিও গানের ফর্মুলা ম্যাথে প্রতিষ্ঠিত করেছেন।  এইটা বহুল ব্যবহৃত ও গান সিস্টেম নামেই পরিচিত। তবে এটাকে ম্যারিম্যাথও বলা যায়। কারন গানের অনেকগুলি সিস্টেম আছে। আলাদা ভাবে গানের একটা সিস্টেম শুধু মারিম্যাথ নামেই চিনে।

গ্যানেরই একটা সাধারন ভার্সন Murrey Math. এই ইন্ডিকেটরটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিংবা অনেক গ্রুপের ফাইল সেকশনে আছে ডাউন লোড করে নিতে পারেন।

মূল্য কম্পনশীল বা ভাইব্রেটিং নেচার। আমরা যাকে বলি বানরের লাফ। W D Gann খুব জটিল ম্যাথ দিয়ে এটা বুঝিয়েছেন। Murrey গ্যানের জটিল ম্যাথের এই সরলীকরন করেছেন। নিচের চিত্রে এই লাফ বা ভাইব্রেসন দেখতে পাচ্ছেন।

মারিম্যাথের স্তর পরিচিতি
মূল্য যেখানেই থাকুক মারিম্যাথ সব সময় এই নয়টা স্তর দেখাবে। এই নয়টা স্তর মূল্য উপরে বা নিচে যাওয়ার সম্ভাব্য রেঞ্জ। এখানে শুধু গুরুত্বপুর্ন স্তরগুলির সংক্ষিপ্ত বিবরন দেয়া হল।


নিচের লাল স্তর
সম্ভাব্য সর্ব নিম্নস্তর। খুব কমই এখানে নামে।

নীল স্তর
প্রথম স্তর। পার হলে মনে করতে পারেন প্রাইস এখন ট্রেন্ডে।

আবার লাল স্তর
এই যতটা না রেজিস্ট্যান্স তার চেয়ে বেশি সাপোর্ট। এই স্তর পার হয় সহজে। পরে সাপোর্ট হিসাবে ভুমিকা রাখে।

একটা নীল ও তার উপরে ও নিচে দুইটা কলাপাতা রঙ এর লাইন দিয়ে একটা জোন। নীল লাইনটা পিভট। সবচেয়ে কঠিন রেজিস্ট্যান্স বা সাপোর্ট। কলাপাতা রঙের লাইন দুটা একটা এরিয়া যেখানে মূল্য কন্সোলিডেশনে থাকে। এই এলাকাটা পার হতে সবচেয়ে বেশি সময় লাগে।

এর উপরের স্তরগুলি বর্ননা করা স্তরগুলির বিপরীত।

ট্রেডিং পদ্ধতি

মূল্য এক স্তরে নামলে পরবর্তি স্তর বা আপনার এনালাইসিস অনুযায়ি টার্গেটের জন্য বাই দেয়া যায়।



লং টার্ম এন্ট্রি
Long Term Entry




সুইং ট্রেডিং
Swing Trading




ম্যারিম্যাথ ইন্ডিকেটর ইন্সটলেশন
Murrey Math.afl
Chart-Mart Pro গ্রুপের ফাইল সেকশনে দেখেন - Murrey Math.afl দেয়া আছে। 
এ এফ এল টা ইন্ডিকেটর ফোল্ডারে সেইভ করুন।



ইন্ডিকেটর ফোল্ডার থেকে মারিম্যাথ এ এফ এল টা টেনে এনে এমিব্রোকারে চার্টের  উপর ফেলুন।

এবার এই ধরনের একটা স্ক্রীন পাবেন।
ডিফল্ট ভেলু ৩২ রেখে ওকে করুন।


Default MM_Period: 32, চেঞ্জ করবেন না। এইটা ডেইলি টাইম ফ্রেমে।
যারা লং টার্ম ধরতে চান তারা আরো দুইটা শিটে এই ভাবে ইন্সটল করবেন,
একটায় MM_Period: 64, আর একটায় MM_Period: 128. যথাক্রমে উইকলি ও মান্থলি টাইম ফ্রেমে দেখতে হবে।
অন্যান্য ইন্ডিকেটর দিয়ে আপনাকে আগে নিশ্চিত হতে হবে ট্রেন্ড বুলিস। এক্ষেত্রে আমি Momentum ইন্ডিকেটরের জিরো লাইন ক্রস করার জন্য অপেক্ষা করি।