Pages

Monday, 26 December 2016

Candlestick

ক্যান্ডেলস্টিক
Japanese Candlestick
১৮০০ শতকে Munihisa Homa নামে একজন জাপানি চাউলের ব্যবসায়ি প্রথম ক্যান্ডেলস্টিক ব্যবহার করেন। Steve Nison তার বই 'Japanese Candlestick Techniques' এ উল্লেখ করে পশ্চিমা দুনিয়ার সংগে ক্যান্ডেলস্টিকের পরিচয় করিয়ে দেন। আমরা এখন যেমন এনালাইসিসের জন্য চার্ট ব্যবহার করি Munihisa Homa সেটা করতেন না। তিনি আগামি দিনের চাউলের বাজার কেমন যাবে সেটাই জানার চেষ্টা করতেন।

ক্যান্ডেলস্টিক সাদা বা কাল (চিত্রে সবুজ বা লাল) হয়ে থাকে। লাল বা সবুজ তার দেহ। উভয় পাশে ফিতা বা সলিতা (Wick) থাকে। সবুজ বা সাদার অর্থ মূল্য উর্ধ্বমুখী বা বুলিস, আর লাল বা কালোর অর্থ মূল্য নিম্নমুখী বা বিয়ারিস।

একক ক্যান্ডেলস্টিক থেকে যেমন বাজার নিম্ন বা উর্দ্ধমুখী জানা যায় তেমনি এক বা একাধিক ক্যান্ডেলস্টিক থেকে শক্তিশালি প্যাটার্ন তৈরি করে যা আগামি দিনগুলির আগাম আভাস দেয়। ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আমরা স্টক, বৈদেশিক মুদ্রা ইত্যাদি ব্যবসায়ে সিদ্ধান্ত নিতে পারি।

নিচের ভিডিওতে বুলিস ও বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেট আপ একত্রে।






চার ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাওয়া যায়।
১। বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bullish Candlestick patterns)
২। বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Bearish Candlestick patterns)
৩। রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Reversal Candlestick patterns)
৪। নিউট্রাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন (Neutral Candlestick patterns)


বুলিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bullish Candlestick patterns


বুলিস ক্যান্ডেল
Long white green line
LONG WHITE GREEN LINE
দিনের হাই ও লো এর মাঝে সাদা বা সবুজ লম্বা বডি। ওপেন লো এর কাছাকাছি ও ক্লোজ হাই এর কাছাকাছি। বুলিস হিসাবে গণ্য করা হয়।




হ্যামার
Hammer
 HAMMER


সাদা (গ্রীন) বা কাল ক্যান্ডেল, উপরে ছোট বডি, সামান্য সলিতা থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু লেজটা খুবই লম্বা। ডাউন ট্রেন্ডের শেষে একটা বুলিস প্যাটার্ন হিসাবে গণ্য করা হয়।



মর্নিং স্টার
Morning Star 

 MORNING STAR
তিনটা ক্যান্ডেল সম্বলিত বুলিশ প্যাটার্ন। প্রথম ক্যান্ডেলটা লাল বড় ও সুনির্দিষ্ট ডাউনট্রেন্ডের অংশ, দ্বিতীয়টা প্রথম রেড ক্যান্ডেলের নিচে গ্রীন বা রেড, ছোট অবয়ব, শেষ ক্যান্ডেলটা দীর্ঘায়িত, গ্রীন, ছোট ক্যান্ডেলটার উপর থেকে শুরু হয়ে প্রথম ক্যান্ডেলের অর্ধাংশ বা তার উপরে শেষ হয়েছে।



পায়ারসিং লাইন
Piercing Line

 PIERCING LINE

পূর্বের দিনের ক্যান্ডেল কাল বা বিয়ারিস। আজকের ক্যান্ডেল সাদা বা গ্রীন, বুলিস।  আজকের ক্যান্ডেলের ওপেন আগের দিনের ক্যান্ডেলের লোয়ার লো থেকেও নিচে। সাদা ক্যান্ডেল কালো ক্যান্ডেলটার অর্ধেকের উপরে কভার করে। যখন বটমে অবস্থান করে তখন রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।


বুলিস ডোজি স্টার
Bullish Doji Star
BULLISH DOJI STAR

কাল ক্যান্ডেলস্টিকের পরে ডোজি ক্যান্ডেল রিভার্সাল ইংগিত করে।



বুলিস এনগালফিং
Bullish Engulfing
প্রথম ক্যান্ডেল ছোট কাল বডি, পরবর্তি ক্যান্ডেল বৃহৎ সাদা, এর মাঝে প্রথম ক্যান্ডেলের অবস্থান। রিভার্সাল সিগনাল হিসাবে গণ্য করা হয়।
BULLISH ENGULFING


বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Bearish Candlestick patterns


বিয়ারিস ক্যান্ডেলঃ
Long black red line
হাইতে ওপেন হয়ে লো'তে ক্লোজ। ওপেন ও ক্লোজের দূরত্ব অনেক, উভয় পাশে সামান্য শ্যাডো থাকতে পারে।
LONG BLACK / RED LINE



হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে। 
HANGING MAN 



ডার্ক ক্লাউড কভারঃ
Dark Cloud Cover
একটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা দীর্ঘায়িত কালো বা বিয়ারিস ক্যান্ডেল আগের বুলিস ক্যান্ডেলটিকে অন্ততঃ অর্ধেকের বেশি আবৃত করে রাখে। নতুন বিয়ারিস ট্রেন্ডের সুচনা।
DARK CLOUD COVER


বিয়ারিস এনগালফিংঃ
Bearish Engulfing
একটা ছোট গ্রীন ক্যান্ডেল, উপরে নিচে সামান্য শ্যাডো থাকতে পারে, পরবর্তি একটা বিয়ারিস কাল ক্যান্ডেল দ্বারা সম্পূর্ণ আবৃত। ভবিষ্যৎ বিয়ারিস ট্রেন্ডের সূচনা হতে পারে।
BEARISH ENGULFING



ইভনিংস্টারঃ
Evening Star
বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নঃ
এখানে তিনটা ক্যান্ডেল; প্রথম ক্যান্ডেল আপট্রেন্ডের শেষে বড় গ্রীন ক্যান্ডেল, মধ্য ক্যান্ডেল ছোট গ্রীন ক্যান্ডেল, সামান্য শ্যাডো থাকে। এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের উপরে থাকে। শেষ ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলের মাঝ থেকে শুরু করে প্রথম ক্যান্ডেলের অর্ধেকের নিচে নেমে যায়। এটা আপট্রেন্ড রিভার্স করার আগাম সতর্কবার্তা।
EVENING STAR


ডোজি স্টারঃ
Doji Star
ডোজি একটা ক্যান্ডেলস্টিক যার কোন বডি নাই। শ্যাডো উপরে ও নিচে প্রায় সমান। এটার অর্থ সিদ্ধান্তহীনতা। বা নিউট্রাল প্যাটার্ন। কিন্তু বিভিন্ন ক্যান্ডেলের সংগে ও অবস্থানের কারনে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে।
এখন আমরা ডোজি স্টার নিয়ে আলোচনা করতে পারি।


ডোজি স্টার দুই রকম, বুলিস ডোজি স্টার (Bullish Doji Star) ও বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star)

এখানে আমরা শুধু বিয়ারিস ডোজি স্টার (Bearish Doji Star) নিয়ে আলোচনা করব। (বুলিস ডোজি স্টার বুলিস প্যাটার্নে আলোচনা করা হয়েছে)।

বিয়ারিস ডোজি স্টার
Bearish Doji Star
সাদা ক্যান্ডেলের উপরে একটা ডোজি ক্যান্ডেল বিয়ারিস রিভার্সাল ইংগিত করে। 


                                                                  SHOOTING STAR





শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মূল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।
SHOOTING STAR





রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন
Reversal Candlestick patterns

ইনভার্টেড হ্যামারঃ
Inverted Hammer
ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান, শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বিয়ারিস ট্রেন্ডের শেষে ঘটে ও বুলিশ ট্রেন্ডের সূচনা করে।
শুটিং স্টারঃ 
Shooting Star
ইনভার্টেড হ্যামারের মত ওপেন ও ক্লোজের দুরত্ব প্রায় সমান শ্যাডোটা মুল বডি অপেক্ষা দ্বিগুন লম্বা। বুলিস ট্রেন্ডের শেষে ঘটে ও বিয়ারিস ট্রেন্ডের সূচনা করে।


হ্যামারঃ
Hammer
কোন সিকুরিটি যখন তার ওপেনিং প্রাইসের নিচে ট্রেড হয় কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে।  এখানেও শ্যাডো বডি অপেক্ষা দ্বিগুন। বুলিস ট্রেন্ডের সূচনা করতে পারে।


হ্যাঙ্গিং ম্যানঃ
Hanging man
ওপেনিং এর পরে প্রাইস কমতে থাকে। কিন্তু দিন শেষে আবার ওপেনিং প্রাইসের নিকট চলে আসে। বিয়ারিস ট্রেন্ডের সুচনা করতে পারে।