Pages

Sunday, 26 June 2016

Camarilla

What is Camarilla? How it came into existence? Who first thought of trading
with this method?

ক্যামারিলা ফোরেক্স, ইকুইটি, স্টক ইত্যাদি মার্কেটের জন্য একটা ট্রেডিং সিস্টেম।
নিক স্কট নামে একজন বন্ড ট্রেডার  ফাইবোনেসি ও মার্কেট প্রোফাইলিং সিস্টেম ব্যবহার করতেন। তিনি লক্ষ্য করলেন যে বন্ডের মুল্য প্রতিদিন একটা প্যাটার্ন মেনে চলে।  এর স্কেলিং শুধুমাত্র সঙ্কুচিত বা প্রসারিত হয়। তিনি কিছু দিনের ডাটা পর্যবেক্ষন করে প্যাটার্নের জন্য একটা সমীকরন দাঁড় করান। এইটাই পরে ক্যামেরিলা সমীকরন নামে পরিচিত হয়।

What is the idea and concept behind this equation?

ক্যামেরিলা সমীকরনকে এভাবে ব্যাখ্যা করা যায় যে মার্কেট তার গড় (mean value) মুল্যের দিকে ধাবিত হয়।   তার পর গত দিনের ক্লোজিং পয়েন্টের দিকে। তারপর হয় মুল্য আরো উপরে না হয়  নিচে নেমে যায়। এই সম্পর্কটা নির্ভর করে গত দিনের হাই, লো, ক্লোজিং ও আজকের ওপেনের উপর। এই ডাটা দিয়েই আমরা পিভট ছাড়াও আটটা সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করতে পারি। যার উপরেই আমাদের ট্রেডের সাকসেস ও ব্যর্থতা নির্ভর করে।

What are Simple Camarilla Levels? What are they called? What each level
signifies? How to trade using each level?

গত দিনের হাই, লো, ক্লোজ থেকে ক্যামারিলা সমীকরন আমাদের ৮টা মুল্য স্তর দেয়। L এবং H  এই দুই গ্রুপ গ্রুপে , প্রতি গ্রুপে আবার  ১ থেকে ৪, এইভাবে দুইটা গ্রুপে ভাগ করা হয়।  L1, L2, L3, L4 এবং H1, H2, H3, H4. এর মধ্যে L3, L4 স্তর এবং H3, H4 স্তর সবচেয়ে গুরুত্বপুর্ন। ডে ট্রেডাররা লক্ষ্য রাখেন প্রাইস  L3 বা H3 তে হিট করে  রিভার্স করে কি না। তা হলে ট্রেডাররা ট্রেন্ডের বিপরীতে ট্রেড ওপেন করতে পারেন ও তারা ট্রেন্ডের সঙ্গে সংশ্লিষ্ট  L4 বা H4 এর পুর্বে স্টপ লস বসিয়ে ট্রেন্ডের বিপরীতে  ট্রেড করেন। স্টপলসের আলোচনায় পরে আসছি।

ক্যামেরিলা ব্রেক আউট স্তর
H4 এবং L4 কে ব্রেক আউট স্তর হিসাবে ধরা হয়। ট্রেন্ড বরাবর প্রাইস যদি H4 বা L4 স্তরে প্রবেশ করে তবে ব্রেক আউট ট্রেডের সুযোগ নিতে হবে। এবং এই ব্রেক আউট ট্রেড সহজ ও কম অভিজ্ঞদের জন্য রিস্ক ফ্রি।



What is the method to calculate the simple camarilla levels?

C = Previous Day Close
H = Previous Day High
L = Previous Day Low
H4 = [0.55*(H-L)]+C
H3 = [0.275*(H-L)]+C
H2 = [0.183*(H-L)]+C
H1 = [0.0916*(H-L)]+C
L1 = C-[0.0916*(H-L)]
L2 = C-[0.183*(H-L)]
L3 = C-[0.275*(H-L)]
L4 = C-[0.55*(H-L)]

Which are most important Levels and their functions?

H4 - Buy trend: যখন H4 উপরে ট্রেড হয় তখন বাই সিগন্যাল জেনারেট করে।
H3 - Reversal sell trend: যখন H3 উপরে ট্রেড হয়ে H3 এর নিচে নেমে আসে তখন সেল সিগন্যাল জেনারেট করে।
L3 - Reversal buy trend: যখন L3 এর নিচে ট্রেড হয়ে L3 এর উপরে উঠে আসে তখন বাই সিগন্যাল জেনারেট করে।
L4 - Sell trend: যখন L4 এর নিচে ট্রেড হয় তখন সেল সিগন্যাল জেনারেট করে।

How to trade based on Simple Camarilla Levels ?

প্রাইস যখন L4 - H4 স্তরের মাঝে থাকে আমরা  তখন স্টক বা ফোরেক্স পেয়ারের ওপেন প্রাইসের উপর ট্রেড নিতে পারি। ওপেন প্রাইস ছাড়াও আমরা মার্কেট ওপেনের প্রথম পাঁচ মিনিটের ওয়েটেড এভারেজ প্রাইসের উপর ট্রেড নিতে পারি (WAP, Weighted Average Price of the first 5 min of market open)।  ওপেন প্রাইসের উপর আমরা নিচের ৪টা অবস্থার মুখোমুখি হই।

দৃশ্যপট ১ঃ ওপেন প্রাইস যখন H3 ও L3 এর মাঝে।

- বাই
  • প্রাইস L3 এর নিচে নামার জন্য অপেক্ষা করুন। যখন প্রাইস আবার L3 এর উপরে প্রত্যাবর্তন করবে তখন বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে  (L3+L4)/2  অতিক্রম করে।
  • টার্গেট = H3
- সেল
  • প্রাইস H3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। যখন আবার H3 এর নিচে প্রত্যাবর্তন করবে তখন সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (H3+H4)/2 অতিক্রম করে।
  •  টার্গেট = L3 ,
দৃশ্যপট ২ঃ ওপেন প্রাইস যখন H3 ও H4 এর মাঝে।

- বাই
  • প্রাইস H4 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। H4 এর উপরে উঠামাত্র বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে ( H4+H3)2 অতিক্রম করে।
  • টার্গেট  =  টার্গেট ১ = ০.৫%, টারগেট২ = ১%, টার্গেট৩= ১.৫%
  •  (Targets : Target1 = 0.5%, Target2 = 1%, Target3 = 1.5%)
- সেল 
  • প্রাইস H3 এর নিচে নামার জন্য অপেক্ষা করুন। নিচে নামলেই সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে  (H4+H3)2  অতিক্রম করে।
  • টার্গেট  = যথাক্রমে L1, L2  ও L3.

দৃশ্যপট ৩ঃ ওপেন প্রাইস যখন L3 ও L4 এর মাঝে

- বাই
  • প্রাইস L3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন। L3 এর উপরে যাওয়া মাত্র বাই।
  • স্টপলস, প্রাইস যেখানে নিচ থেকে (L4+L3)2 অতিক্রম করে।
  • টার্গেট  = H1, H2  ও H3
- সেল
  • প্রাইস L4 নিচে যাওয়ার জন্য অপেক্ষা করুন। L4 এর নিচে নামা মাত্র সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (L3+L4)2 অতিক্রম করে।
  • টার্গেট  = টার্গেট১ = ০.৫%, টার্গেট২ = ১%, টার্গেট৩ = ১.৫%

দৃশ্যপট ৪ঃ ওপেন প্রাইস যখন H4 এর উপরে

- বাই প্রযোজ্য নয়।

- সেল
  • প্রাইস H3 এর নিচে যাওয়ার জন্য অপেক্ষা করুন। H3 এর নিচে যাওয়া মাত্র সেল।
  • স্টপলস, প্রাইস যেখানে উপর থেকে (H4+H3)/2 অতিক্রম করে।
  • টার্গেট  = L1, L2  ও L3.

দৃশ্যপট ৫ঃ  ওপেন প্রাইস যখন L4 এর নিচে

- বাই
  • প্রাইস L3 এর উপরে যাওয়ার জন্য অপেক্ষা করুন।  L3 এর উপরে যাওয়া মাত্র বাই।
  • স্টপলস,  প্রাইস যেখানে নিচ থেকে (L4+L3)2 অতিক্রম করে।
  • টার্গেট = H1, H2  ও  H3.
- সেল প্রযোজ্য নয়।

Advance Camarila Trading System
এডভান্স ক্যামেরিলা ট্রেডিং সিস্টেম

ইন্ডিকেটর সেট আপ
ম্যাকডি (১২, ২৬, ৯)  - ডাইভার্জেন্স চেক করার জন্য,
এমা ১১৯
এমা ২১
এই দুইটা এমা ট্রেন্ডের শক্তি ও ট্রেন্ডের দিক নির্দেশ করে।
এমা ১১৯ এর এক দিকে প্রাইস থাকার অর্থ লংটার্ম কন্সলিডেশন। এমা ১১৯ অতিক্রম করা ব্রেক আউটের সমতুল্য।
এমা ২১ আর এস আই ৫০ লাইনের সমার্থক। এই লাইন পার হওয়ার অর্থ ট্রেন্ড পরিবর্তন হওয়া।



শক্তিশালি ট্রেন্ড নিরূপন

বাই
L3 এর উপরে যথাক্রমে পিভট, এমা ২১ ও এমা ১১৯ ও H3 এর অবস্থান
সুইং লো-তে বাই।


সেল
H3 এর নিচে যথাক্রমে পিভট, এমা ২১ ও এমা ১১৯ ও L3 এর অবস্থান
সুইং হাই-তে সেল।




ক্যামেরিলা ও পিভট পয়েন্ট ও  A-B-C প্যাটার্ন।
Camarilla and Pivot points in confluence with A-B-C pattern.
(লিখতে হবে)
প্যাটার্ন রিভার্সাল কনফার্মেশন
Using pattern as confirmation.
পিভট থেকে ব্যাক করলে এন্ট্রি।