Pages

Sunday, 27 December 2015

Wolfe Wave

উল্ফ ওয়েভ

টেকনিক্যাল এনালাইসিসে এই প্যাটার্নটি সব ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়। পাঁচটি ওয়েভ নিয়ে পাটার্নটি তৈরি। এই প্যাটার্ন মিনিট থেকে ঘন্টা, দিন, সপ্তাহ সব টাইম ফ্রেমেই পাওয়া যায়।


শনাক্তকরণ
সঠিক ভাবে শনাক্ত করা গেলে উলফ ওয়েভ সঠিক সময় ও টার্গেট নিরূপন করতে পারে।
Video



পয়েন্ট ২ টপ,
পয়েন্ট ৩ বটম,
পয়েন্ট ১, ২ এর আগে বটম,
৩ এর উপরে ৪,
১ ও ৪ এর প্রজেকশন, টার্গেট প্রাইস। (Estimated Price of Arrival, EPA)

সময় নিরূপণ
Estimated Time of Arrival
ETA, Estimated Time of Arrival ১, ৩ ও ৫ এর প্রজেকশনএবং ২ ও ৪ এর প্রজেকশন যেখানে মিলিত হয়।
Another practical in Video


8 comments: