Pages

Sunday 27 December 2015

ABCD

The ABCD Pattern

​AB, BC ও CD লেগের সমন্বয়ে ABCD প্যাটার্ন।
CD লেগ সাধারণতঃ AB লেগের সমান হয়ে থাকে। এই প্যাটার্নকে AB=CD প্যাটার্ন ও বলে। যদি AB = CD না হয়ে CD বর্ধিতও হয় তাহলেও ​এটা বৈধ ABCD প্যাটার্ন। ABCD প্যাটার্ন মোটামুটি সিমেট্রিক্যাল কিন্ত একেবারে টায় টায় মিলতে হবে এমন নয়।




.ABCD প্যাটার্ন (AB=CD) সর্বদা পাওয়া যায়। বুলিস বা বিয়ারিস যে কোন মুভমেন্টের মধ্যে বারবার আসে। হারমোনিক প্যাটার্নের মধ্যে সবচেয়ে সরল প্যাটার্ন। সময় ও মুল্য সঠিক ভাবে মেনে চলে।
AB ও CD কে প্যাটার্ন  লেগ বলা হয়। BC কে কারেকশন বা রিট্রেসমেন্ট বলে।

সম্ভাব্য C থেকে রিট্রেসমেন্ট ও তার BC প্রজেকশন টেবিল।
C Point Retracement
BC Projection
0.382
2.41 of 2.618
0.50
2.0
0.618
1.618
0.707
1.41
0.786
1.272
0.886
1.13

CD লেগ সাধারণতঃ AB এর সমান হয়ে থাকে যেন AB = CD. কিন্তু যখন CD লেগ বর্ধিত হয় তখন সাধারণতঃ 1.272 x AB বা 1.618 x AB হয়ে থাকে। মনে রাখতে হবে প্রাইস সব সময় যে এই নিয়ম মেনে চলে তা নয়। কিন্তু কম বা বেশি এর কাছাকাছি থাকে।

উদাহরনঃ
এখানে ০.৫০% (প্রায়) রিট্রেসমেন্টে ২% পুলব্যাক।



ট্রেডিং স্ট্র্যাটেজিঃ
বুলিস ABCD তে C পয়েন্টে বাই ও D পয়েন্টে সেল।  বিয়ারিস ABCD এর ক্ষেত্রে  C পয়েন্টে সেল ও D পয়েন্টে বাই। টার্গেট C সমান্তরাল। কিংবা অন্য কোন প্যাটার্নের অংশ হলে সেই প্যাটার্ন টার্গেট মেনে চলতে হবে।

1 comment:

  1. bullish and bearish chart how can i understand,pls show this by chart

    ReplyDelete